প্রেম – অর্ঘ্যদীপ চক্রবর্তী

play icon Listen to this article
0

প্রেম বড় মধুর
এক অনন্য অনুভুতি।
শত্রুও মিত্র হয় প্রেমের সুধায়
অন্যায় ন্যায়ের পথে আসে প্রেমের ছোঁয়ায়।

ভালোবাসা থেকে জন্ম নেয় প্রেম।
কাউকে যদি না বাসতে পারা যায় ভালো
প্রেম থাকবে অন্ধ হয়ে সারা জগৎ মনে হবে শূন্য।

প্রেমের কোনো রূপ নেই নেই কোনো সীমা
অসীম মহাশূন্যের মতোই যার সীমা পরিসীমা।
প্রেমের বিনাশ হয় না হয় না কখনো রূপান্তর
প্রেমকে সৃষ্টি করেছেন সেই এক ঈশ্বর।

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
রাত ৯টা,১৮ই এপ্রিল,২০২৩, বারুইপুর

Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

ধনী

গরীবের কাছে ধনীর প্রশ্ন ছিল, তুমি কেন আমাকে এত ভালবাস? গরীব বলল, তুমি ধনী তাই। আমি বললাম, আমাকে কিছু ধন

ভাঙরে প্রাচির্

ওহে অরুণ এগিয়ে যাও দুর্বার গতি বেগে, থাকবে কেনো ঘুমিয়ে আজ ওঠো এবার জেগে। কন্ঠের ধ্বনি দাও ছড়িয়ে নব প্রভাত

শোক- ২

আজ কি হয়েছে? একটি লোক মারা গেছে। কাল কি হয়েছে? দুটি লোক মারা গিয়েছে। পরশু কি হয়েছে? চারটি লোক মারা

তোমার পায়ের নূপুর হবো

তোমার পায়ের নূপুর হবো দুলবো পায়ে দিবস যামী। তোমার চলায় তুলব ধ্বণি ঝিনিকঝিনি ঝিনিকঝিনি ঝুমঝুম। আমায় রাখবে যখন তোমার পায়ে

Leave a Reply