প্রেম – অর্ঘ্যদীপ চক্রবর্তী

0

প্রেম বড় মধুর
এক অনন্য অনুভুতি।
শত্রুও মিত্র হয় প্রেমের সুধায়
অন্যায় ন্যায়ের পথে আসে প্রেমের ছোঁয়ায়।

ভালোবাসা থেকে জন্ম নেয় প্রেম।
কাউকে যদি না বাসতে পারা যায় ভালো
প্রেম থাকবে অন্ধ হয়ে সারা জগৎ মনে হবে শূন্য।

প্রেমের কোনো রূপ নেই নেই কোনো সীমা
অসীম মহাশূন্যের মতোই যার সীমা পরিসীমা।
প্রেমের বিনাশ হয় না হয় না কখনো রূপান্তর
প্রেমকে সৃষ্টি করেছেন সেই এক ঈশ্বর।

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
রাত ৯টা,১৮ই এপ্রিল,২০২৩, বারুইপুর

 

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা দুখী মানুষ আফছানা খানম অথৈ

#কবিতা দুখী মানুষ আফছানা খানম অথৈ কত গরীব দেখি রোজ না খেয়ে আছে পথেঘাটে পড়ে আছে কেউ নেই কাছে। আপন

রিকশাওয়ালা

গ্ৰামের থেকে কতো মানুষ হচ্ছে শহর মুখে, পেটের দায়ে জীবন তাদের চরম ভাবে দুখে। কোনো ভাবেই রাত যাপনে বস্তির ঘরে

আমি শিবকে ভালোবাসি

আমি শিবকে ভালোবাসি আমি মহাদেবকে ভালোবাসি আমি শম্ভুকে ভালোবাসি আমি শঙ্করকে ভালোবাসি আমি রুদ্রকে ভালোবাসি আমি নটরাজকে ভালোবাসি আমি মহাকালকে

কবিতা আগুন জ্বলে আফছানা খানম অথৈ

কবিতা আগুন জ্বলে আফছানা খানম অথৈ গাজার বুকে জ্বলছে আগুন পুড়ছে কতো ঘরবাড়ি তাবুর ভিতর বসত করে কতো শত নরনারী

Leave a Reply