0
ধর ঘটনাটা এমন পৃথিবীতে কোন মানুষ নেইঃ তাহলে আমরা কি করতাম? কোন এক জঙ্গলে আশ্রয় নিতাম।সেখানে আমাদের ভালবাসা জমে উঠত।আমাদের কি মনে হত? হায় এখানে কেন আরো আগে আসিনি, আগে মনে হয় আসলেতো আরো ভাল হত! আজ আমার কেন জানি মনে হচ্ছে আজ তেমন একটি দিন, তাহলে আমাদের কি করা উচিত? এক্ষুনি সেই জঙ্গল খুঁজে চলে যাওয়া উচিত। কিন্তু জঙ্গলে যে যাব আমাদের পরনে কি লাল জামাওয়ালা হাফ প্যান্ট আছে? চল এক্ষুনি……. হাফ প্যান্ট খুঁজি। ….. হাফ প্যান্ট যে কোথায় গেল? ইস্! সময়মত কিচ্ছু পাওয়া যায়না। কেন যে এমন হয়! ধুৎ যাবইনা! এমন একটি দিন না আসলেই তো সেই ভাল হত! এমন একটি দিন আর যেন না আসে! এমন একটি দিন আবার আসলে কুড়াল দিয়ে কোপাব!
0
চমৎকার লেখা