প্রেম আছে, সব আছে

play icon Listen to this article
0

তুমি যদি আমার হও আর আমি যদি  তোমার হই তাহলে কি হবে?  পৃথিবীতে কোন বাতাস থাকবেনা।সে বাতাস কোথায় যাবে?  স্বর্গে চলে যাবে। স্বর্গে গিয়ে কি করবে?  হে আল্লাহ আমাক বাঁচাও, হে আল্লাহ আমাকে বাচাঁও।কেন সে এমন করবে?  কারন, সে আমাদের বিরোধী, সে আমাদের ভাল চায়না।

তাহলে আমাদের কি করা উচিত?  আমাদের উচিত তার জন্য প্রার্থনা করা যেন সে শাস্তি পায়।

এসো দুজন মিলে প্রার্থনা করিঃ

হে আল্লাহ আমাদের রক্ষা কর!  এ নালায়েকের হাত থেকে রক্ষা কর! তুমি যদি রক্ষা না কর কে আমাদের রক্ষা করবে?  তুমি যে মালিক, তুমি যে সাঁই ; তুমি ছাড়া কেহ নাই!  কাজেই তুমি আমাদের রক্ষা কর।আমরা কাল থেকে মসজিদে যাবনা যদি তুমি এ নালায়েককে শাস্তি না দাও; তুমি কি চাওনা তোমার বান্দা মসজিদে যাক্? তাহলে তুমি আমাদের এই হুজুগের হাত থেকে রক্ষা কর!

প্রার্থনা তো করলাম! আল্লাহ কি আমাদের কথা শুনেছেন? নিশ্চয়ই শুনেছেন।না শুনলেতো আমরা এতক্ষণ আল্লাহর প্রার্থনা করতে পারতামনা।

এবার বল কি করি? চল দুজন কিছুক্ষণ হাতে হাত ধরে হাঁটিঃ এই প্রেম চিরদিন থাকবে, তোমাকে আমাকে মনে রাখবে।

বড় ভাল লাগছে। এখন শুধু একটা কথাই মনে হয়, এমন একটি দিন আগে কেন আসেনি! আগে আসলেতো আমরা আরো ভাল করে প্রেমে পড়তাম!


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

মো আরিফ হোসেন সর্দার

Author: মো আরিফ হোসেন সর্দার

আমার জন্মস্থান চাঁদপুর জেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি। বর্তমানে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত, (এখনও) অকৃতদার, পাবলিক ফিগার ।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

চোরাবালি

দিন মাস বছর জীবন জুড়ে শতাব্দী নাম নেই! কতো বড়াই –করছো মানব ভাবছো তুমি সেই। খুব সহজেই—-হারিয়ে যায় কতো রঙিন

অন্তিম যাত্রা

ধূসর ধরায় মানব মাঝে কেবল দুলকি খেলা, চিরকর্মার অসীম কৃপায় নিত্য কাটে বেলা। স্বপ্নের ঘোরে জগত মাঝে আছো দেখো ভেবে

ভাগ্যের চাঁদ ফিকে

অসাড় জাতি ভাগ্যের জোরে নির্ভর করে চলে, বলছে জাতি লিখন আছে পাবো সময় হলে। এমন জাতি আঁধার ঘুচে আলোর দেখা

Leave a Reply