প্রেম আছে, সব আছে

0

তুমি যদি আমার হও আর আমি যদি  তোমার হই তাহলে কি হবে?  পৃথিবীতে কোন বাতাস থাকবেনা।সে বাতাস কোথায় যাবে?  স্বর্গে চলে যাবে। স্বর্গে গিয়ে কি করবে?  হে আল্লাহ আমাক বাঁচাও, হে আল্লাহ আমাকে বাচাঁও।কেন সে এমন করবে?  কারন, সে আমাদের বিরোধী, সে আমাদের ভাল চায়না।

তাহলে আমাদের কি করা উচিত?  আমাদের উচিত তার জন্য প্রার্থনা করা যেন সে শাস্তি পায়।

এসো দুজন মিলে প্রার্থনা করিঃ

হে আল্লাহ আমাদের রক্ষা কর!  এ নালায়েকের হাত থেকে রক্ষা কর! তুমি যদি রক্ষা না কর কে আমাদের রক্ষা করবে?  তুমি যে মালিক, তুমি যে সাঁই ; তুমি ছাড়া কেহ নাই!  কাজেই তুমি আমাদের রক্ষা কর।আমরা কাল থেকে মসজিদে যাবনা যদি তুমি এ নালায়েককে শাস্তি না দাও; তুমি কি চাওনা তোমার বান্দা মসজিদে যাক্? তাহলে তুমি আমাদের এই হুজুগের হাত থেকে রক্ষা কর!

প্রার্থনা তো করলাম! আল্লাহ কি আমাদের কথা শুনেছেন? নিশ্চয়ই শুনেছেন।না শুনলেতো আমরা এতক্ষণ আল্লাহর প্রার্থনা করতে পারতামনা।

এবার বল কি করি? চল দুজন কিছুক্ষণ হাতে হাত ধরে হাঁটিঃ এই প্রেম চিরদিন থাকবে, তোমাকে আমাকে মনে রাখবে।

বড় ভাল লাগছে। এখন শুধু একটা কথাই মনে হয়, এমন একটি দিন আগে কেন আসেনি! আগে আসলেতো আমরা আরো ভাল করে প্রেমে পড়তাম!


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান বাংলাদেশের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি ।আমি মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।আমার ফেসবুক একাউন্ট এর নাম মোঃ আরিফ হোসেন ( সেখানে গিয়েও আমার কবিতা পড়তে পারেন)

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

Chess:The board set up

Characters name: অনন্য (age 16) চঞ্চল (অনন্য র চাচা & মোসারফ র ভাই) মোসারফ করিম(অনন্য's father) রোহান(age 18) Story: কাহিনি

মৃত্যুঞ্জয়ী

কবির কাব্য সোচ্চার ছিল পেতে স্বাধীন ভাষা, মায়ের ভাষা সম্মান দিবে প্রাণে ছিলো আশা। একুশের ওই ভাষার জন্যে কলম উঠে

তরুণ যুবার দল

শহর গাঁয়ে জনের মুখে জয়ধ্বনি যে আজ, দেশের ভারটা তরুণ নিবে পরবে মাথায় তাজ। সুস্থ সুন্দর দেশটা পেতে তোমরা সবে

রোজা জান্নাত সন্ধি

রোজার মাসে মুমিনগণে রাখে তিরিশ রোজা, ঈমান আমল মজবুত করে হবে সরল সোজা। রোজার সাথে ক্ষুধার মন্দা আন্দাজ যেন করে,

Leave a Reply