তুমি যদি আমার হও আর আমি যদি তোমার হই তাহলে কি হবে? পৃথিবীতে কোন বাতাস থাকবেনা।সে বাতাস কোথায় যাবে? স্বর্গে চলে যাবে। স্বর্গে গিয়ে কি করবে? হে আল্লাহ আমাক বাঁচাও, হে আল্লাহ আমাকে বাচাঁও।কেন সে এমন করবে? কারন, সে আমাদের বিরোধী, সে আমাদের ভাল চায়না।
তাহলে আমাদের কি করা উচিত? আমাদের উচিত তার জন্য প্রার্থনা করা যেন সে শাস্তি পায়।
এসো দুজন মিলে প্রার্থনা করিঃ
হে আল্লাহ আমাদের রক্ষা কর! এ নালায়েকের হাত থেকে রক্ষা কর! তুমি যদি রক্ষা না কর কে আমাদের রক্ষা করবে? তুমি যে মালিক, তুমি যে সাঁই ; তুমি ছাড়া কেহ নাই! কাজেই তুমি আমাদের রক্ষা কর।আমরা কাল থেকে মসজিদে যাবনা যদি তুমি এ নালায়েককে শাস্তি না দাও; তুমি কি চাওনা তোমার বান্দা মসজিদে যাক্? তাহলে তুমি আমাদের এই হুজুগের হাত থেকে রক্ষা কর!
প্রার্থনা তো করলাম! আল্লাহ কি আমাদের কথা শুনেছেন? নিশ্চয়ই শুনেছেন।না শুনলেতো আমরা এতক্ষণ আল্লাহর প্রার্থনা করতে পারতামনা।
এবার বল কি করি? চল দুজন কিছুক্ষণ হাতে হাত ধরে হাঁটিঃ এই প্রেম চিরদিন থাকবে, তোমাকে আমাকে মনে রাখবে।
বড় ভাল লাগছে। এখন শুধু একটা কথাই মনে হয়, এমন একটি দিন আগে কেন আসেনি! আগে আসলেতো আমরা আরো ভাল করে প্রেমে পড়তাম!
