0
হে প্রেম তুমি সুন্দর।এত সুন্দর যে তোমার কোন তুলনা নেই। তাইতো তুমি ঈশ্বর। তুমি যেখানেই যাও আমাকে সাথে নিও।আমি তোমার চোখের দিকে চেয়ে থাকব।তাতে যদি এক ঘন্টা কেটে যায় এক ঘন্টা কাটবে, এক বছর কেটে গেলে এক বছর কাটবে, আর যদি বল হাজার সহস্র বছর কাটবে তাহলে হাজার সহস্র বছর কাটবে। শুধু একটা জিনিস কোরোনা, খুব রূঢ় ভাষায় আমাকে না বোলোনা।কারন রূঢ় ভাষার না আমি একদম সহ্য করতে পারিনা।প্রেম ছাড়া কেউ কি বেঁচে ছিল? না, কেউ বাঁচতে পারেনি।তাইতো তোমাকে আমি চাই; বড় আপন করে চাই।তুমি কিছুতেই আমাকে না বোলোনা।
শয়তানেরও লাঠি থাকে। সে লাঠি দিয়ে সে কি কাউকে পিটে? না পিটেনা, শুধু বলে ওখানে যা ওখানে যা।কাজেই তুমি শুধু আমাকে তোমার মন দিও।মনের বিকল্প যে এ পৃথিবীতে আর কিছু সৃষ্টি হয়নি।

0