0
ঘন কাল চুলে ঢেকে গেছে কেশ। সে চুলের দিকে তাকানো যায়না। কে যেন হৈ হৈ করছে আর বলছে এমন চুল আমি জীবনেও দেখিনি, জীবনেও দেখিনি। আমি বলি, এ তোমার চুল নয় অন্য ভিন্ন কিছু, তুমি এ চুল ঢেকে ফেল ঢেকে ফেল। তুমি এ চুল ঢাকনা। তখন আমার কি হয়? প্রচন্ড রাগ হয়, আমার মন চায় আমি নিজেই ঢেকে দেই।কিন্তু ঢাকতে না পেরে প্রচন্ড রাগে ক্ষোভে ফেটে পড়ি।তখন আমি নিজেই নিজের গলায় ছুরি চালাই।তুমি এসে সে ছুরি রক্ষা কর।তখন আমাদের মধ্যে প্রেম হয়।আমি বলি? এ প্রেম কেন আগে আসেনি!

0