আপনাদেরকে পৃথিবীর নানা প্রান্তের দশটি ফুলের ছবি দেখাতে যাচ্ছি। এই ছবিগুলো পৃথিবীর মোটামুটি বিখ্যাত কিছু ফটোগ্রাফারের তোলা। আশা করা যায় সবগুলো ছবিই আপনাদের ভালো লাগবে। যেহেতু ছবিগুলো কপিরাইট ফ্রি, তাই ক্রেডিট ছাড়াও ব্যবহার করা যাবে।
দেখে নিন সুন্দর দশটি ফুলের ছবি
- এই ছবিটি তুলেছেন- Virandek নামের একজন জার্মান ভদ্রলোক। উনি ফ্রাঙ্কফুর্টে বাস করেন- Marriage Flower নামে এই ছবিটি pixabay তে পাওয়া যাচ্ছে।
- এই ছবিটি তুলেছেন Devanath, উনি হাঙ্গেরীতে বাস করেন। সবাই দেখে চিনতে পারছেন, এটা পদ্মফুলের ছবি
- ক্যানন EOS 70D ক্যামেরা দিয়ে এই ছবিটি তুলেছেন সিঙ্গাপুরের একজন তরুনী। তার নাম Bich Nguyen Vo
- ফুলটির নাম Dandelion, ডাচল্যান্ডের জনি লিন্ডনারের তোলা ছবি এটি। এটি তুলতে উনি ক্যানন EOS 750D ক্যামেরা ব্যবহার করেছেন
- টিউলিপ ফুলের ছবিটি তুলেছেন Petra নামের এক তরুণী(সম্ভবত জার্মান)। উনি Nikon D750 ক্যামেরা ব্যবহার করেছেন।
- ছবিটি তুলেছেন কসোভোর Bess Hamiti. ফুলটির নাম ডেইজি ফুল
- এটি আমাদের জাতীয় ফুল শাপলাঃ ছবিটি LLona র তোলা। উনি Freiburg এ বাস করেন।
- ফুলটির নাম Anemone, ছবি তুলেছেন Österreich এর Petra
- গোলাপ ফুল। যিনি ছবিটি তুলেছেন সেই ভদ্রমহিলার নাম Susanne Jutzeler . উনি বাস করেন Schweiz এ
- এটাকে বলা হয় Pasque Flower. ফটোগ্রাফারের নাম Martin Winkler. উনি বাস করেন Österreich এ
গোলাপ ফুলের ছবি
Rose never propagandize its fragrant, but its own fragrance spreads surrounding
মিথ, সত্য আর সাহিত্য না বললেই নয়ঃ
লাল গোলাপ তৈরি হয়েছে আফ্রদিতির চোখের পানি আর তার প্রেমিক এডোনিসের রক্ত থেকে- গ্রীক পুরান
রাণী ক্লিওপেট্রার সাথে প্রেমিক এন্টোনিওর গোলাপশয্যার কথা…… নাই বা বললাম
পাঁচ হচ্ছে ম্যাজিক্যাল নাম্বার। কোন মেয়েকে যদি কখনো পাঁচটা গোলাপ দেয়া যায় তাহলে সে জন্মের মত কেনা হয়ে যায়- হুমায়ূন আহমেদ
-
- নীল গোলাপ: ছবিটি তুলেছেন Glady(স্ক্যান্ডিনেভিয়ান)
- হলুদ গোলাপঃ ছবিটি তুলেছেন বিজনিয়াক(পোলস্কি)
- লাল গোলাপ: ছবিটি তুলেছেন ৫৩ বছর বয়সী ইংলিশ ভদ্রলোক Moshe Harosh
- সাদা গোলাপঃ ফটোগ্রাফার ভদ্রমহিলার নাম Peggy Choucair
- কালো গোলাপ: স্পেশাল এই ছবির ফটোগ্রাফার Jiří Rotrekl
কোন রঙের ফুলটি আপনার সবচেয়ে ভালো লেগেছে, নিচে কমেন্ট করে আমাদের জানান।
কদম ফুল
“ কেয়া পাতার তরী ভাসায় কমল -ঝিলে
তরু-লতার শাখা সাজায় হরিৎ নীলে।
ছিটিয়ে মেঠো জল খেলে সে অবিরল
কাজলা দীঘির জলে ঢেউ তোলে
আনমনে ভাসায় পদ্ম-পাতার থালিকা।”
“ যদি মন কাঁদে
তুমি চলে এসো, চলে এসো
এক বরষায় ”তুমি আসলে তোমার খোপায় কদম ফুল গুজে দেব(আমাকে প্লানচেটে এসে হুমায়ূন আহমেদ বলে গেছেন)
পলাশ ফুল
আলোকচিত্রীঃ বেদাঙ্গাক
কৃতজ্ঞতা প্রকাশের বাধ্যবাধকতা আছে। ছবিটি Creative CommonsAttribution-Share Alike 4.0 Internationalলাইসেন্স এর আওতাভুক্ত।
হলুদ গাঁদার ফুল,
রাঙা পলাশ ফুল
এনে দে এনে দে
নইলেবাঁধব না, বাঁধব না চুল…
গাঁদা ফুল
ছবিতে আপনারা গাঁদা ফুল দেখতে পাচ্ছেন। গাঁদা ফুলের চাষ করা হয় শীতকালে। বিয়ে, জন্মদিন এবং বিভিন্ন অনুষ্ঠানে এই ফুল দিয়ে সাজানো হয়।
আলোকচিত্রীঃ বিজয় চৌরাশিয়া(ভারত)
ছবিটি Creative CommonsAttribution-Share Alike 4.0 International লাইসেন্সের আওতাভুক্ত (কেউ ছবিটি ব্যবহার করলে লাইসেন্সের লিংকও দিতে হবে)।