0
যদি কোনদিন আর এই পৃথিবীতে ফুল না ফুটে আমি কি তোমাকে ভালবাসব? অবশ্যই বাসব,কারন,তুমিই আমার কাছে সবচেয়ে সুন্দর ফুল। এই পৃথিবীতে কবে কখন সুন্দর ফুল’ ফুটেছে কেউ কি বলতে পারবে? জানি পারবেনা, তাইতো তুমি সবচেয়ে সুন্দর ফুল।তোমার মা তোমার কি নাম রেখেছে জানিনা, তবে তোমার নাম হওয়া উচিত সবচে’ সুন্দর ফুল। ধর ধরিত্রীতে কেউ নেই শুধু তুমি আছ, আমি তোমার কাছে আসব আর বলব ভালবাসা দাও।যদি না দাও? ” তুমি একটুও সুন্দর না।”
তোমার সাধনায় আমার কত সহস্র বছর কেটেছে তা কি কেউ জানে? জানি কেউ জানেনা।তাইতো তারা কেউ সুন্দর নয়। এবার বল আমাকে কি দেবে। তুমিই পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুল, কিছু না দিয়ে কি থাকতে পার?
0