0
হঠাৎ একটি ফুল হারিয়ে গিয়েছিল।
সে ফুলটির জন্য অনামিকা কাঁদছিল।
আমি অনামিকাকে বললাম, আমি তোমাকে সে ফুলটি এনে দেব।
অনামিকা কান্না থামাল।
তারপর একদিন আমি অনেক খুঁজে ফুলটি এনে তাকে দিলাম।
অনামিকা আমাকে ভালবেসে ফেলল।
এখন আমার মনে হচ্ছে এমন একটি দিন যদি আবার আসত!
এমন একটি দিন কি আর আসবে?
আমি যোতিন বাবুকে পেলে যোতিন বাবুকে জিজ্ঞেস করতাম।
যোতিন বাবু কি সদুত্তর দিত?
এমন যদি হত যোতিন বাবু সদুত্তর দিছে!
0