ফুল তুমি ফুল নও মোর ভালবাসা

0

ফুল দেখে কোনদিন হাসিনি।আজ হাসলাম। কি যে ভাল লাগছে কেমন করে বোঝাব?  ফুলে এত আনন্দ আছে আগে জানতামনা; জানলে অনেক আগেই ফুল হাতে নিয়ে নাচতাম।

ফুল আসলে ঈশ্বরের কেমন সৃষ্টি?  ফুল মনে হয় ঈশ্বরের বিশেষ একটি সৃষ্টি যে সৃষ্টি সৃষ্টি করার সময় ঈশ্বর বিশেষ হাসি হেসেছিলেন।তাইতো আমাদের সারাক্ষণ ফুল নিয়ে থাকা উচিত; ফুল যদি কখনও আমাদের ধন্য বলে সে ‘ধন্য’কে হাত বাড়িয়ে বুকে টেনে নেওয়া উচিত।

ফুল ভালবেসে কেউ দেউলিয়া হয়েছে – এরকম খবর মনে হয় কারো জানা নেই। ফুল ভালবেসেছিলেন বলেই বিখ্যাত হয়েছেন ইয়েটস্, কীটস, বাটলার।

সবশেষ একটি কথা বলব, কেউ যদি কাউকে ফুল দেয় তাহলে যেন গোলাপ ফুলই দেয়।কারন, গোলাপ ফুল সবচেয়ে সুন্দর।

গোলাপ ফুল আসলে কয়বার হাসে? গোলাপ ফুল কয়বার হাসে এ কথা কেউ বলতে পারবেনা।তবে একদিন একজন নাকি দেখেছিল গোলাপ একরাতে সাড়ে তিনশ বার হেসেছিল। সে রাতে সে নাকি সে গোলাপ ফুলের খুব কাছে গিয়ে বসে থেকেছিল।

তুমি ( প্রিয়া) আর যাই কর আমাকে গোলাপ ফুলের একটি হাসি থেকে বঞ্চিত কোরোনা। কারন, আমি যে তোমার কাছ থেকে গোলাপ ফুলের হাসিই চাই।

 

 

 

 

 

 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান চাঁদপুর জেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি। বর্তমানে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত, (এখনও) অকৃতদার, পাবলিক ফিগার ।আমি এখানে মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

ত্রিশ লক্ষ প্রাণ

তিন অক্ষরে বিজয় যেন প্রায় ত্রিশ লক্ষ প্রাণ, জীবন দিলো বিজয় পেতে রেখো তাদের মান। আগমনীর বার্তা থাকুক পাঠ্য বইয়ের

মায়ের ছেলে

অত্যাচারীর শোষণ থেকে ফিরে পেতে বাক, সবাই মিলে দেশ স্বাধীনের দেয় বিজয়ের ডাক মায়ের ছেলে মুক্তিসেনা অস্ত্র নিলো হাতে, বিজয়

শব্দের শক্তি

শব্দের শক্তি যেমন ভাবে ভেঙ্গে দিতে পারে তেমন করে গড়তে পারো শব্দের শক্তি ভারে। দেখলে ওঁরাই ধরবে টেনে হতাশ করে

গদ্য কবিতার বই ‘কনকচাঁপা দোদুল দোল ‘

আমার একটি গদ্য কবিতার বই প্রকাশ পেয়েছে 'কনকচাঁপা দোদুল দোল'। বইটিতে মোট আশিটি কবিতা রয়েছে। বইটিতে আমার কবি নাম মোঃ

One Reply to “ফুল তুমি ফুল নও মোর ভালবাসা”

Leave a Reply