ফুল দেখে কোনদিন হাসিনি।আজ হাসলাম। কি যে ভাল লাগছে কেমন করে বোঝাব? ফুলে এত আনন্দ আছে আগে জানতামনা; জানলে অনেক আগেই ফুল হাতে নিয়ে নাচতাম।
ফুল আসলে ঈশ্বরের কেমন সৃষ্টি? ফুল মনে হয় ঈশ্বরের বিশেষ একটি সৃষ্টি যে সৃষ্টি সৃষ্টি করার সময় ঈশ্বর বিশেষ হাসি হেসেছিলেন।তাইতো আমাদের সারাক্ষণ ফুল নিয়ে থাকা উচিত; ফুল যদি কখনও আমাদের ধন্য বলে সে ‘ধন্য’কে হাত বাড়িয়ে বুকে টেনে নেওয়া উচিত।
ফুল ভালবেসে কেউ দেউলিয়া হয়েছে – এরকম খবর মনে হয় কারো জানা নেই। ফুল ভালবেসেছিলেন বলেই বিখ্যাত হয়েছেন ইয়েটস্, কীটস, বাটলার।
সবশেষ একটি কথা বলব, কেউ যদি কাউকে ফুল দেয় তাহলে যেন গোলাপ ফুলই দেয়।কারন, গোলাপ ফুল সবচেয়ে সুন্দর।
গোলাপ ফুল আসলে কয়বার হাসে? গোলাপ ফুল কয়বার হাসে এ কথা কেউ বলতে পারবেনা।তবে একদিন একজন নাকি দেখেছিল গোলাপ একরাতে সাড়ে তিনশ বার হেসেছিল। সে রাতে সে নাকি সে গোলাপ ফুলের খুব কাছে গিয়ে বসে থেকেছিল।
তুমি ( প্রিয়া) আর যাই কর আমাকে গোলাপ ফুলের একটি হাসি থেকে বঞ্চিত কোরোনা। কারন, আমি যে তোমার কাছ থেকে গোলাপ ফুলের হাসিই চাই।
অসাধারণ