ফুল ফাগুন

2

ফুল ফাগুনের রং লেগেছে

ফুলকলি আর তরুশাঁখে,

পিয়াল বনে মন ছুটে যায়

গান পাপিয়ার সুর ডাকে।।

রাঙা রঙন,অশোক ফুলে

ফুলের কানন উঠলো দুলে,

বৌ কথা কও, বুলবুলে-

শিস দিলো ঐ শিমুল শাঁখে।।

গুলমোহরের চিরল পাতায়,

চৈতী হাওয়া দোল দিয়ে যায়-

সেই সে পেলব চৈতী হাওয়ায়;

লাগলো নাচন গুলবাগে।।

রাঙা শিমুল পলাশ বনে,

নবীন ফোটা কুসুম সনে,

গান পাপিয়া আনমনে

গাইলো কি গান অনুরাগে।।

চৈতী সাঝেঁ গগন মাঝে,

কার যে সুরের বেনু বাজে

সন্ধ্যা বধূ মায়ার লাজে-

সাজলো রঙিন ফাগে।।

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

2

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

রিলেশন আফছানা খানম অথৈ

রিলেশন আফছানা খানম অথৈ আজকাল রিলেশন করাটা ফ্যাশনেরুপ নিয়েছে।আজকে আমরা আলোচনা করব কিভাবে বিবাহিতা বয়স্ক পুরুষেরা রিলেশনে জড়াচ্ছে। আজকাল আমরা

বাংলার বল

মাটি মানুষ--সুন্দরবন সাগর -নদী জল, আগমনি জেনে রেখো এটা বাংলার বল। দিক -দিগন্ত উড়াল দিবে পাবে নাকো ভয়, লড়াই করবে

আগষ্টের ওই পাঁচ

  বিজয় পেতে ঝরে গেলো অযুত তাজা প্রাণ, বিনিময়ে —পেলো জাতি স্বাধীনতার মান। ৭১’এর বিজয় এনে দিলো একটা স্বাধীন দেশ,

গোলামির দিন শেষ

আমরা সবাই দেশের জন্য ঐক্যবদ্ধ রবো, দেশের ভূমি রক্ষা করতে শহীদ মোরা হবো। বাঁচার মতো বাঁচতে মোরা স্বাধীন করি দেশ,

Leave a Reply