2
ফুল ফাগুনের রং লেগেছে
ফুলকলি আর তরুশাঁখে,
পিয়াল বনে মন ছুটে যায়
গান পাপিয়ার সুর ডাকে।।
রাঙা রঙন,অশোক ফুলে
ফুলের কানন উঠলো দুলে,
বৌ কথা কও, বুলবুলে-
শিস দিলো ঐ শিমুল শাঁখে।।
গুলমোহরের চিরল পাতায়,
চৈতী হাওয়া দোল দিয়ে যায়-
সেই সে পেলব চৈতী হাওয়ায়;
লাগলো নাচন গুলবাগে।।
রাঙা শিমুল পলাশ বনে,
নবীন ফোটা কুসুম সনে,
গান পাপিয়া আনমনে
গাইলো কি গান অনুরাগে।।
চৈতী সাঝেঁ গগন মাঝে,
কার যে সুরের বেনু বাজে
সন্ধ্যা বধূ মায়ার লাজে-
সাজলো রঙিন ফাগে।।

2