0
তুমি আছ বলে ফুল ফোটে
তুমি আছ বলে চাঁদ উঠে
তুমি আছ বলে পাখি গায়
তুমি আছ বলে নদী ছোটে;
এমন একটি কাজ নেই যা তুমি থাকলে হয়না।
সবচেয়ে সুন্দর ফুলটি ফোটে রবিবার। তুমি থাকলে সেটিও ফোটে।তাহলে এমন একটি ফুলের জন্ম হয়না কেন যেটি তোমার নাম হয়ে ডাকে?

0