0
ধর কলিকাতা শহরে কোন ফুল নেই তখন মানুষ কি করবে? অন্য শহরে চলে যাবে। যদি সেখানেও ফুল না থাকে? তাহলে চলে যাবে আরেক শহরে। যদি কোথাও ফুল না পাওয়া যায়? তাহলে বসে বসে ঝিমাবে আর বলবে, ফুল নেই কেন! ফুল নেই কেন! আসলে ফুল নেই কেন? ফুল আল্লাহই সৃষ্টি করেনি।তাহলে? এমন একজন আল্লাহকে খুঁজতে হবে যিনি ফুল সৃষ্টি করেন।তেমন কোন আল্লাহ কি আছে? না, নেই। তাহলে? “আল্লাহর কেন সৃষ্টি হল, আল্লাহর সৃষ্টি না হলেতো ফুল থাকত!”

0