0
আমি একদিনও তোমাকে দেখিনি, তোমার গান গাইনি, ছবি আঁকিনি মন দিয়ে তারপরও তোমাকে আমি ভালবাসি। তুমি কোথায় আছ, কেমন আছ আমাকে জানাও।আমি যে খুব সুন্দর একটি ফুল নিয়ে অপেক্ষা করছি।সে ফুল আমি পরিয়ে দেব তোমার খোঁপার ঠিক মাঝখানে। তুমি কি সে ফুল চাওনা? অবশ্যই চাও।তাহলে দেখা দাওনা কেন? খোঁপার ঠিক মাঝখানে পরিয়ে দেব তুমি আনন্দে নাচবে আর বলবে ভালবাসি, ভালবাসি।
তোমার নামের মালা গেঁথে গেঁথে কতরাত, রজনী কেটেছে তা আমি কেমনে বোঝাব।তুমি এসো, আমার দ্বারে এসো আমি যে অনিন্দ্য এক ফুল নিয়ে অপেক্ষা করছি।

0