ফ্রেন্ডশিপ। সুমাইয়া আক্তার বৃষ্টি

0

আমি জানি না সবাই ফ্রেন্ডশিপ নিয়ে কি ভাবে। কিন্তু আমার কাছে মনে হয় ফ্রেন্ডশিপ করা যতোটা সহজ, সেটা ধরে রাখা ঠিক ততোটাই কঠিন। কারন এইক্ষেত্রে প্রয়োজন হয় অনেক অনেক ভরসা, সমঝোতা, ভালোবাসা আর একে অপরকে বুঝতে পারা। আর এই জিনিসগুলো সবার মাঝে পাওয়া যায় না। আর যাদের মাঝে এসব পাওয়া যায় ট্রাস্ট মি ভাই, এদের মতো লাইফে একটা ফ্রেন্ড থাকলে জীবনে আর কোনো ফ্রেন্ডের প্রয়োজন পরে না।

তবে ফ্রেন্ডশিপে কোনো ঝামেলাই হবে না এমনটা ভাবাও ভুল। কারন আমরা মানুষ আর আমাদের দ্বারা অনেক ভুল হবে এটাই স্বাভাবিক। কিন্তু এইক্ষেত্রে অবশ্যই কোনো কিছু বলার আগে বা কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের উচিত সর্বপ্রথম সত্য-মিথ্যা যাচাই করে নেওয়া। কেননা ফ্রেন্ডশিপ শুধু সাধারণ একটা শব্দ না, বরং এটার সাথে মিশে আছে অনেক অনেক ইমোশন। আর এটা শুধু ফ্রেন্ডশিপ এর ক্ষেত্রেই নয়, সকল সম্পর্কের ক্ষেত্রেই সমান ভাবে প্রযোজ্য।

~সমাপ্ত

 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

Sumaiya Akter Bristy

Author: Sumaiya Akter Bristy

❝শুভ্রচিন্তার উদ্ভব ঘটে যার কথা ভেবে সে যদি মোহ হয় দোষ বা কি তাতে?❞ ~Sumaiya Akter Bristy

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

Chess:The board set up

Characters name: অনন্য (age 16) চঞ্চল (অনন্য র চাচা & মোসারফ র ভাই) মোসারফ করিম(অনন্য's father) রোহান(age 18) Story: কাহিনি

মৃত্যুঞ্জয়ী

কবির কাব্য সোচ্চার ছিল পেতে স্বাধীন ভাষা, মায়ের ভাষা সম্মান দিবে প্রাণে ছিলো আশা। একুশের ওই ভাষার জন্যে কলম উঠে

তরুণ যুবার দল

শহর গাঁয়ে জনের মুখে জয়ধ্বনি যে আজ, দেশের ভারটা তরুণ নিবে পরবে মাথায় তাজ। সুস্থ সুন্দর দেশটা পেতে তোমরা সবে

রোজা জান্নাত সন্ধি

রোজার মাসে মুমিনগণে রাখে তিরিশ রোজা, ঈমান আমল মজবুত করে হবে সরল সোজা। রোজার সাথে ক্ষুধার মন্দা আন্দাজ যেন করে,

Leave a Reply