আমি জানি না সবাই ফ্রেন্ডশিপ নিয়ে কি ভাবে। কিন্তু আমার কাছে মনে হয় ফ্রেন্ডশিপ করা যতোটা সহজ, সেটা ধরে রাখা ঠিক ততোটাই কঠিন। কারন এইক্ষেত্রে প্রয়োজন হয় অনেক অনেক ভরসা, সমঝোতা, ভালোবাসা আর একে অপরকে বুঝতে পারা। আর এই জিনিসগুলো সবার মাঝে পাওয়া যায় না। আর যাদের মাঝে এসব পাওয়া যায় ট্রাস্ট মি ভাই, এদের মতো লাইফে একটা ফ্রেন্ড থাকলে জীবনে আর কোনো ফ্রেন্ডের প্রয়োজন পরে না।
তবে ফ্রেন্ডশিপে কোনো ঝামেলাই হবে না এমনটা ভাবাও ভুল। কারন আমরা মানুষ আর আমাদের দ্বারা অনেক ভুল হবে এটাই স্বাভাবিক। কিন্তু এইক্ষেত্রে অবশ্যই কোনো কিছু বলার আগে বা কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের উচিত সর্বপ্রথম সত্য-মিথ্যা যাচাই করে নেওয়া। কেননা ফ্রেন্ডশিপ শুধু সাধারণ একটা শব্দ না, বরং এটার সাথে মিশে আছে অনেক অনেক ইমোশন। আর এটা শুধু ফ্রেন্ডশিপ এর ক্ষেত্রেই নয়, সকল সম্পর্কের ক্ষেত্রেই সমান ভাবে প্রযোজ্য।
~সমাপ্ত
