0
বড়ো সাধ
মোঃ রুহুল আমিন
এই ধরাতে শতো বছর
বেঁচে থাকতে চাই,
মানুষ হলে মানুষ কূলে
পাবো তখন ঠাঁই।
দেহের শক্তি সাধন করে
করলে তবে দান,
কাজের মাঝে মিশে রবে
পাবে তখন মান।
মহৎ গুণের কর্ম গুলো
নিজের যদি হয়,
শতো বছর থাকবে বেঁচে
মিথ্যা কথা নয়।
যেমন ভাবে বেঁচে আছেন
কাজী রবি আজ,
আরো জনে বাঁচতে পারে
করলে মহৎ কাজ।
কর্মের মাঝে বেঁচে থাকতে
করো সবে পণ,
অমর হয়ে থাকবে বেঁচে
এমন মহৎ জন।

0