বনলতার বাড়িতে

0

বনলতা সেনকে কেউ দেখেছে?  না কেউ দেখেনি। তারপরও মানুষ বনলতা সেনকে ভালবাসে। বনলতা সেন আসলে কতটুকু সুন্দর ছিল?  নিশ্চয়ই অনেক সুন্দর ছিল।সুন্দর না হলেতো জীবনানন্দ তাকে ভালবাসতনা।

আমিও বনলতা সেনকে ভালবাসি। বনলতা সেন কি আমার হবে?  আমার বনলতা সেন থাকে নীল দীঘির পাড়ে। সেখানে সে কি করে আমার বড় জানতে ইচ্ছে করে। সে যদি সেখানে কৈ মাছ ধরে তাহলে আমার জন্য এক আনন্দের খবর।কারন, কৈ মাছ আমি বড় আনন্দ করে খাই।কৈ মাছের নাকি শিং নাই।আমি কতবার কৈ মাছের মাথায় শিং দেখেছি তা কি কেউ বলতে পারবে? বনলতা সেনকে দেখতে পেলে বলতাম তুমি আমাকে একটি শিংওয়ালা কৈ মাছ দাও।যদি দিতে না পারত বলতাম, ঐ যে শিংওয়ালা কৈ মাছ হেঁটে যাচ্ছে তুমি দেখতে পাচছনা।বনলতা সেন যদি সে কৈ মাছ’ তুলে এনে আমাকে দিত বলতাম, এতদিনে বনলতা শিংওয়ালা কৈ মাছ চিনেছে।

সেই বনলতা সেন যদি কোনদিন আমাকে দেখে দৌড়ে পালিয়ে যায় আমি বলব এতদিনে বনলতা তার সবচেয়ে প্রিয়জন চিনেছে । কারন, প্রিয়জন দেখলে সব সুন্দরী নারী’ই দৌড়ে পালায়।

এখন কথা হল কি করলে বনলতা সেন দৌড়ে পালাবে। আমি যদি মাথায় একটি সাততারকা টোপর পরি তাহলে বনলতা সেন দৌড়ে পালাতে পারে। আমার মাথায় কবে সাততারকা টোপর উঠবে সেটাই এখন আমার একমাত্র ভাবনা।

 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান বাংলাদেশের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি ।আমি এখানে মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।আমার ফেসবুক একাউন্ট এর নাম মোঃ আরিফ হোসেন ( সেখানে গিয়েও আমার কবিতা পড়তে পারেন)

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

নব্যতন্ত্র দেশ

বঙ্গ দেশের জমিন কেনা তাজা রক্ত দিয়ে, সাহস শক্তি অটুট ছিলো কেতন হাতে নিয়ে। বঙ্গ দেশের এই মাটিতে কতো রক্ত

কবিতা ভালোবাসার পরাজয়

কবিতা ভালোবাসার পরাজয় আফছানা খানম অথৈ তুমি আমার প্রথম প্রেম, প্রথম ভালোবাসা তাই মন প্রাণ উজাড় করে ভালোবেসেছিলাম সর্বদা আর

জুম্মার দিন

জুম্মার দিন মোঃ রুহুল আমিন জুম্মার দিনে একটু আগে কাজ গুছিয়ে নাও, আযান হলে গোসল সেরে মসজিদ ঘরে যাও। প্রথম

কেমন প্রথা নীতি

মানব জাতি ধর্মের জন্যেই ধরায় বুঝি সৃষ্টি, জাতি বিভেদ করছে তবে ভিন্ন ভিন্ন কৃষ্টি। মানব জাতি করে পালন স্বজাতির ঐ

Leave a Reply