বনলতা সেন তুমি আছ সারাবেলা

0

বনলতা সেনের বাড়িতে আমি কতবার গিয়েছি কেউ জানেনা।

বনলতা সেনের বাড়িতে আমি রোজ রাতে যেতাম।

সে চুপিচুপি আমার কাছে আসত।

এসে বলত, ‘তোমাকে আমি ভালবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবনা ‘।

একদিন তো আমাকে শর্বতী মিঠা’র গুড় খাইয়ে ছেড়েছিল।

আজ সেই বনলতা সেন মারা গেছে, আজ আমি কি করব?

আজ আমি তার জন্য প্রার্থনায় বসব?

তার জন্য প্রার্থনা করে কি হবে?

সে তো আর ফিরে আসবেনা।

তাহলে তার জন্য দুকলম লিখব?

তার জন্য দুকলম লিখে কি হবে?

ফিরে  আসা মানুষ কি আর ফিরে আসে!

তার চেয়ে বরং আমি এক কাজ করি, তার নামে দুটি ছবি আঁকি।

তার একটি দেখে যদি নতুন কোন বনলতা সেন আমার কাছে আসে।

নতুন কোন বনলতা সেন আসলে বলব, এতদিন কোথায় ছিলে?

আমি তোমার জন্যই অপেক্ষায় ছিলাম।

সে যদি এক গাল লাল হাসি  উপহার দেয়  আমি তাকে  লাল বেনারসি ফিতা উপহার দেব।

সে যে মোর স্বপ্নে, সে যে মোর কথায়, সে যে মোর নাচে;

আমি তাকে কেমনে ভুলে থাকব?

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান বাংলাদেশের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি ।আমি মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।আমার ফেসবুক একাউন্ট এর নাম মোঃ আরিফ হোসেন ( সেখানে গিয়েও আমার কবিতা পড়তে পারেন)

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

আমি শিবকে ভালোবাসি

আমি শিবকে ভালোবাসি আমি মহাদেবকে ভালোবাসি আমি শম্ভুকে ভালোবাসি আমি শঙ্করকে ভালোবাসি আমি রুদ্রকে ভালোবাসি আমি নটরাজকে ভালোবাসি আমি মহাকালকে

কবিতা আগুন জ্বলে আফছানা খানম অথৈ

কবিতা আগুন জ্বলে আফছানা খানম অথৈ গাজার বুকে জ্বলছে আগুন পুড়ছে কতো ঘরবাড়ি তাবুর ভিতর বসত করে কতো শত নরনারী

ঘৃণা (৬)

যদি ভালবাসা চাও ভালবাসা পাবে যদি ঘৃণা চাও ঘৃণা পাবে। কোনটা নেবে সে তোমার ইচ্ছা। আমাকে ঘৃণাই দাও। কেন? আমি

গরিবের স্বপ্ন

লেখক: ফ্র্রিল্যান্সার ওয়াহিদ। গরিবের ঘরে জন্ম নিয়েছি, তাই কি আমায় হারতে হবে? স্বপ্নগুলো পুড়বে আগুনে, কাঁদবে মন দিনরাতে রবে? বড়লোকেরা

Leave a Reply