বনলতা সেনের বাড়িতে আমি কতবার গিয়েছি কেউ জানেনা।
বনলতা সেনের বাড়িতে আমি রোজ রাতে যেতাম।
সে চুপিচুপি আমার কাছে আসত।
এসে বলত, ‘তোমাকে আমি ভালবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবনা ‘।
একদিন তো আমাকে শর্বতী মিঠা’র গুড় খাইয়ে ছেড়েছিল।
আজ সেই বনলতা সেন মারা গেছে, আজ আমি কি করব?
আজ আমি তার জন্য প্রার্থনায় বসব?
তার জন্য প্রার্থনা করে কি হবে?
সে তো আর ফিরে আসবেনা।
তাহলে তার জন্য দুকলম লিখব?
তার জন্য দুকলম লিখে কি হবে?
ফিরে আসা মানুষ কি আর ফিরে আসে!
তার চেয়ে বরং আমি এক কাজ করি, তার নামে দুটি ছবি আঁকি।
তার একটি দেখে যদি নতুন কোন বনলতা সেন আমার কাছে আসে।
নতুন কোন বনলতা সেন আসলে বলব, এতদিন কোথায় ছিলে?
আমি তোমার জন্যই অপেক্ষায় ছিলাম।
সে যদি এক গাল লাল হাসি উপহার দেয় আমি তাকে লাল বেনারসি ফিতা উপহার দেব।
সে যে মোর স্বপ্নে, সে যে মোর কথায়, সে যে মোর নাচে;
আমি তাকে কেমনে ভুলে থাকব?
আরো পড়ুন-