0
বন্দি হয়েছি
- ভাস্কর পাল
আমরা আজ বন্দি হয়েছি
আধুনিকতার সঙ্গী হয়েছি।
ফেসবুক – হোয়াটস্যাপ – ইন্সট্রাগ্রামে
নতুন একটা জগৎ গড়েছি।
চিঠি লেখা ভুলেছি আমরা
মেসেজটাকে আগলে ধরে;
নেটওয়ার্ক আজ এনে দিয়েছে
জগৎটাকে বন্দি করে।
বিশ্ব-ব্রহ্মান্ডের সকল অজানা
ছোট্ট সেই ফোনটাতে,
টাইপ করো গুগল – ক্রমে
অজানা তথ্য দেবে এনে।
সময়ের সাথে আধুনিকতার
শিকড় ছুঁয়েছি আজ-
ছোট্ট ছোট্ট গ্যাজেট গুলোতে
বন্দি হয়েছি তাই।।
আরো পড়ুন-
- লেখক শব্দের অর্থ কি?
- কিশোরী সমার্থক শব্দ কি?
- প্রবন্ধ লেখার নিয়ম
- মৌরির উপকারিতা
- ইউটিউব চ্যানেলের নাম নির্বাচন

0