0
বলতো ভালবাসা কি জিনিস। জানি তুমি বলতে পারবেনা ভালবাসা কি জিনিস। কারন, তুমি আমাকে ভালবাসনা। যদি তুমি আমাকে ভালবাসতে তাহলে বুঝতে ভালবাসা কি জিনিস। তুমি এখন থেকে সিদ্ধান্ত নাও আমাকে ভালবাসবে ; তাহলেই বুঝতে পারবে ভালবাসা কি জিনিস।
ভালবাসা কি জিনিস বুঝলে কি হবে? ফুল কত সুন্দর করে তার সৌরভ ছড়ায় তুমি বুঝবে , পাখি কত মিষ্টি করে তার গান গায় তুমি বুঝবে, নদী কত উতলা হয়ে তার জোয়ার তোলে তুমি বুঝবে।তোমার কি এসব বুঝার দরকার নেই? অবশ্যই আছে; এসব না বুঝলে কি হয়? কেউ কি এসব না বুঝে থেকে দিন কাটাতে চায়? কাজেই তুমি আমাকে ভালবাস।
0