0
জানালার বাইরে চাঁদটা দেখে
মনে পরছে তোমায়
বলোনা কেমন আছো …কোথায়
কি করছ এখন জানতে ইচ্ছে হয়
চায়ের কাপে চুমুক দিয়ে
মনে পরছে তোমায়
আড্ডার ফাঁকে সময় পেয়ে
মনে পরছে তোমায়
পুরোনো সব স্মৃতিগুলো
মনে পরে যায়
চোখের পাতায় আলতো ভাবে
জল এসে যায়
বলোনা কেমন আছো …কোথায়
কি করছ এখন জানতে ইচ্ছে হয়
বলোনা……..
আরো পড়ুন-

0
Nice