1
মায়ের সেবা করার জন্য
আজি হলাম চোর,
সাহায্য চাই মায়ের সেবায়
রাখলো বন্ধ দোর!
গরিব মানুষ টাকার অভাব
বুঝলো নাকো কেউ,
এড়িয়ে যায় কাছের স্বজন
নিকট আত্মীয় সেও।
মায়ের সেবা করবো বলে
চেষ্টার কমতি নেই,
মাথা ঠুকায় কতো দোরে
ভরসা ছিলো সেই।
ঠুনকো কথা ভাবলো সবাই
দেইনি সাড়া তাই,
মায়ের সেবা— করার জন্য
টাকা কোথায় পাই?
এসব ভেবেই দিন রজনী
কষ্টে করছি পার,
দেখলে চেয়ে মায়ের মুখটা
মনটা হচ্ছে ভার।
মসজিদ ঘরে করবো চুরি
সেবা করবো মা’র,
বলো সমাজ আমার চুরির
দায়টা পড়বে কার?
1
ভালো লিখেছেন কবি