বলো সমাজ

play icon Listen to this article
1

মায়ের সেবা করার জন্য
আজি হলাম চোর,
সাহায্য চাই মায়ের সেবায়
রাখলো বন্ধ দোর!

গরিব মানুষ টাকার অভাব
বুঝলো নাকো কেউ,
এড়িয়ে যায় কাছের স্বজন
নিকট আত্মীয় সেও।

মায়ের সেবা করবো বলে
চেষ্টার কমতি নেই,
মাথা ঠুকায় কতো দোরে
ভরসা ছিলো সেই।

ঠুনকো কথা ভাবলো সবাই
দেইনি সাড়া তাই,
মায়ের সেবা— করার জন্য
টাকা কোথায় পাই?

এসব ভেবেই দিন রজনী
কষ্টে করছি পার,
দেখলে চেয়ে মায়ের মুখটা
মনটা হচ্ছে ভার।

মসজিদ ঘরে করবো চুরি
সেবা করবো মা’র,
বলো সমাজ আমার চুরির
দায়টা পড়বে কার?


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

1

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

গুগল এডসেন্স টিপস

গুগল এডসেন্স পাওয়ার উপায় [ ২০২৩ আপডেট]

গুগল এডসেন্স পাওয়ার উপায় হচ্ছে এডসেন্স এর নিয়মগুলো মেনে চলা এবং ব্লগ/ ওয়েবসাইটের জন্য অর্গানিক ভিজিটর নিয়ে আসা। গুগল আপনার
এডসেন্স থেকে পাওয়া টাকা

গুগল এডসেন্স থেকে টাকা আয়ঃ মিথ এবং বাস্তবতা

নতুন যারা ব্লগিং বা, ইউটিউবিং করে গুগল এডসেন্স থেকে টাকা আয় করার কথা ভাবছেন তাদের জন্য এই লেখাটি লিখছি। অনেক
এডসেন্স থেকে পাওয়া টাকা

গুগল এডসেন্স একাউন্ট ব্যান হওয়ার প্রধান কারণ

আপনি যদি ব্লগার হয়ে থাকেন, আর আপনার একটি ব্লগ থাকে থাকে তাহলে এই লেখাটি আপনার জন্য। বাংলায়, ইংরেজীতে বা, যেকোন
আর্টিকেল লেখার নিয়ম গুলো

ব্লগের আর্টিকেল লেখার নিয়ম- অবশ্যপাঠ্য

আর্টিকেল লেখার নিয়ম সম্পর্কে জানতে হবে যদি আপনি যদি প্রফেশনাল আর্টিকেল রাইটার হিসেবে ক্যারিয়ার গড়তে চান। অথবা, যদি আপনি ফ্রিল্যান্সিং

One Reply to “বলো সমাজ”

Leave a Reply