0
আমার বাবাকে কতবার বলেছি, ‘তুমি হাঁটতে যেওনা; হাঁটতে গেলে তুমি পড়ে যাবে’। তারপরও বাবা হাঁটতে গিয়েছিলেন। হাঁটতে গিয়ে একবার ধপাস করে পড়ে গিয়েছিলেন।আজ সে কথা মনে পড়ে। সে কথা মনে পড়লে ভাবি বাবা যদি হাঁটতে না যেতেন তাহলে তো ধপাস করে পড়ে যেতেননা।আজ বাবা কোথায় আছে জানিনা।সেখানেও কি তিনি হাঁটতে বের হন? আর বের হলে ধপাস করে পড়ে যান? বাবাকে একটি চিঠি লিখতে ইচ্ছে হয়ঃ ‘বাবা তুমি আগের মত চোলোনা; তোমার বয়স হয়েছে; তোমার যদি কিছু হয় তাহলে কে তোমাকে দেখবে?’
জানি বাবা শুনেনা; কারন, বাবার সেই আগের শক্তি নেই। কাছে থাকলে বলতামঃ তুমি শুননা কেন? তোমার যে শুনা বড় দরকার ;তুমি না শুনলে শুনবে এমন কেউ আছে?
আরো পড়ুন-
- কাকন শব্দের অর্থ কি?
- অনলাইনে পড়াশোনা করুন ঘরে বসেই
- পঞ্চপান্ডব কারা?
- বেলের উপকারিতা
- সৌরজগতের গ্রহগুলোর চিত্রসহ বর্ণনা

0