0
বাবার হাতে হাঁটতে শেখা
মায়ের শেখা বুলি।
শৈশব কতো কাটলো আমার
গায়ে মেখে ধূলি।
বাবা আমায় করতো শাসন
মা’যে নিতো বুকে।
বাবা মায়ের ভালোবাসা
থাকতাম তবে সুখে।
অসুখ হলে বাবা মায়ের
মনটা হতো কালো।
সন্ধ্যা বেলা পড়ার সময়
লাগতো কতো ভালো।
মায়ের মুখের মধুর কথায়
জুড়িয়ে মন যেতো।
সবার আগে আমায় নিয়ে
আদর করে দিতো।
বাবার সাথে হাঁটতে গেলে
যেতাম যবে পড়ে।
শিখতাম হাঁটা হাত যে ধরে
মনটা যেতো ভরে।
আরো পড়ুন-

0
বাবার সাথে হাঁটতে গেলে
যেতাম যবে পড়ে।
শিখতাম হাঁটা হাত যে ধরে
মনটা যেতো ভরে।
সুন্দর হয়েছে
ধন্যবাদ আপনাকে