0
আমার বাবার যে হাত লম্বা সে হাত দিয়ে বাবা আমাকে আদর করে। একদিন বাবাকে বললাম, তোমার হাত লম্বা বলেই তুমি আমাকে আদর কর। বাবা বলল, আমার এ হাত লম্বা না হলেও আদর করতাম।এখন আমাকে বাবা বেশি বেশি আদর করে, বাবাকে কি বলব?
বাবা যদি কোনদিন এ পৃথিবী ছেড়ে চলে যায় আমি কি কাঁদব? অবশ্যই কাঁদব, বাবার হাত যে অনেক লম্বা ছিল।

0