0
তুমি যখন হাসতে থাক আমি তখন? কাঁদতে থাকি।আর তুমি যখন কাঁদতে থাক আমি তখন? হাসতে থাকি।তার মানে? আমরা একে অপরের সম্পূর্ণ বিপরীত। আমরা বিপরীত হলাম কেন, আমরা সমার্থক হতে পারলামনা? আমরা সমার্থক হইনি কারন তুমি আমাকে ভালবাসনা। তুমি আমাকে কবে ভালবাসবে, কবে আমরা সমার্থক হব? আমাদের কোনদিনই সমার্থক হওয়ার কোন সম্ভাবনা নেই। তাহলে আমরা কেন বিপরীত হলাম!
0