বিপরীত

0

তুমি যখন হাসতে থাক আমি তখন? কাঁদতে থাকি।আর তুমি যখন কাঁদতে থাক আমি তখন?  হাসতে থাকি।তার মানে?  আমরা একে অপরের সম্পূর্ণ বিপরীত। আমরা বিপরীত হলাম কেন, আমরা সমার্থক হতে পারলামনা? আমরা সমার্থক হইনি কারন তুমি আমাকে ভালবাসনা। তুমি আমাকে কবে ভালবাসবে, কবে আমরা সমার্থক হব? আমাদের কোনদিনই সমার্থক হওয়ার কোন সম্ভাবনা নেই। তাহলে আমরা কেন বিপরীত হলাম!


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান চাঁদপুর জেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি। বর্তমানে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত, (এখনও) অকৃতদার, পাবলিক ফিগার ।আমি এখানে মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

ডায়না- ৪

ডায়না একটি নাম ডায়না একটি গান ডায়না একটি সুর   ডায়না তোমাকে ছাড়া আমার কিছু ভাল লাগেনা।

দ্বিধা দ্বন্দ্বে দল

  এসো সবাই মাজার গুলো ভেঙ্গে গুড়িয়ে দেই, এই বঙ্গতে পীর আউলিয়া মাজারের ঠাই নেই। সুন্নত মেনে ফতোয়া দেয় মাজার

কবিতা বাঁচাও মোদের জীবন আফছানা খানম অথৈ

কবিতা বাঁচাও মোদের জীবন আফছানা খানম অথৈ বন্যা এলো ভয়ংকররুপে ডুবল ফেনী শহর, বাঁচার জন্য মানুষগুলো করলো শুধু হাহাকার। ঘর

হাতছানি দেয় মরণ

  বেশি কথা বলেন যিনি বাচাল তাকে বলে, সবার কাছে অতি প্রিয় মিতভাষী হলে। বেশি ভোজন দেহে শক্তি ওজন বৃদ্ধি

Leave a Reply