বিভক্ত কেনো জাতি

play icon Listen to this article
0

 

বিভক্ত কেনো জাতি
মোঃ রুহুল আমিন
তারিখ -০৭-০৩-২০২৩
==================
আলেম সমাজ পথপ্রদর্শক
জানি আমরা সবে,
ধর্মের এমন চরম বিরোধ
কবে মিটবে তবে।

ধর্মের বিভেদ টানছে কথায়
বিভক্ত ওই জাতি,
তাল-বেতালে ..শোনায় বাণী
করছে মাতামাতি।

আলেম শায়েখ নামটা নিয়ে
ধর্মের কথা বলে,
ওদের মধ্যে কেনো আবার
এতো বিরোধ চলে।

নামের জাহির করতে ব্যস্ত
মতবিরোধ করে,
ধর্মের ফেতনা করে আজকে
যেন নিজের ঘরে।

আলেম জ্ঞানী কেউ কারোর তো
একটু নাহি ছাড়ে,
বেফাঁস কথার….কঠিন জবাব
চেপে বসে ঘাড়ে।

জ্ঞানের ঐক্যেয়..ভীষণ অমিল
আমরা সবে দেখি,
ধর্মের ফেতনা ছড়ায় আবার
তাদের থেকে শেখি।

নিজের জ্ঞানের করছে জাহির
অন্যের মাথা কেটে,
দাত-বিদআত এর কথার জবাব
যাচ্ছে আবার ফেটে।

ধর্মের ফেতনা ছড়ায় আজকে
করে বাড়াবাড়ি,
ঐক্যেয় আসতে কঠিন নারাজ
ক্যামনে দেবে পাড়ি।

আসবে জানি সত্যের সৈনিক
মুখোশ দেবে খুলে,
ভন্ড বাদের…….. মুন্ডু ছিঁড়তে
অসি নিবে তুলে।

 


আরো পড়ুন-


 


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা মা তুমি কেমন আছ আফছানা খানম অথৈ

মা তুমি কেমন আছ আফছানা খানম অথৈ মা তুমি কেমন আছ? কতো দিন দেখি না তোমায়, তোমার কথা মনে হলে

কবিতা মায়ের লাশ আফছানা খানম অথৈ

মায়ের লাশ আফছানা খানম অথৈ অন্ধকার তালাবদ্ধ ঘরে পড়ে আছে মা, কোথাও কেউ নেই চারদিক অন্ধকার। ঝি ঝি পোকা ডাকছে

কবিতা কৃষকের মুখে হাসি আফছানা খানম অথৈ

কৃষকের মুখে হাসি আফছানা খানম অথৈ ক্ষেত ভরা ধান আর জল ভরা দীঘি, কৃষকের উঠোন জুড়ে শুধু ধানের সারি। মুখে

Leave a Reply