বিভক্ত কেনো জাতি
মোঃ রুহুল আমিন
তারিখ -০৭-০৩-২০২৩
==================
আলেম সমাজ পথপ্রদর্শক
জানি আমরা সবে,
ধর্মের এমন চরম বিরোধ
কবে মিটবে তবে।
ধর্মের বিভেদ টানছে কথায়
বিভক্ত ওই জাতি,
তাল-বেতালে ..শোনায় বাণী
করছে মাতামাতি।
আলেম শায়েখ নামটা নিয়ে
ধর্মের কথা বলে,
ওদের মধ্যে কেনো আবার
এতো বিরোধ চলে।
নামের জাহির করতে ব্যস্ত
মতবিরোধ করে,
ধর্মের ফেতনা করে আজকে
যেন নিজের ঘরে।
আলেম জ্ঞানী কেউ কারোর তো
একটু নাহি ছাড়ে,
বেফাঁস কথার….কঠিন জবাব
চেপে বসে ঘাড়ে।
জ্ঞানের ঐক্যেয়..ভীষণ অমিল
আমরা সবে দেখি,
ধর্মের ফেতনা ছড়ায় আবার
তাদের থেকে শেখি।
নিজের জ্ঞানের করছে জাহির
অন্যের মাথা কেটে,
দাত-বিদআত এর কথার জবাব
যাচ্ছে আবার ফেটে।
ধর্মের ফেতনা ছড়ায় আজকে
করে বাড়াবাড়ি,
ঐক্যেয় আসতে কঠিন নারাজ
ক্যামনে দেবে পাড়ি।
আসবে জানি সত্যের সৈনিক
মুখোশ দেবে খুলে,
ভন্ড বাদের…….. মুন্ডু ছিঁড়তে
অসি নিবে তুলে।
আরো পড়ুন-
- ঘূর্ণিঝড় এর নাম কিভাবে দেয়া হয়?
- হিটলারের লেখা গ্রন্থ
- “৯১” মৌলিক সংখ্যা নয় কেন?
- HIV-এর পূর্ণ রূপ কি?
- প্রোটিন জাতীয় খাবারের উপকারিতা