বিভক্ত কেনো জাতি

0

 

বিভক্ত কেনো জাতি
মোঃ রুহুল আমিন
তারিখ -০৭-০৩-২০২৩
==================
আলেম সমাজ পথপ্রদর্শক
জানি আমরা সবে,
ধর্মের এমন চরম বিরোধ
কবে মিটবে তবে।

ধর্মের বিভেদ টানছে কথায়
বিভক্ত ওই জাতি,
তাল-বেতালে ..শোনায় বাণী
করছে মাতামাতি।

আলেম শায়েখ নামটা নিয়ে
ধর্মের কথা বলে,
ওদের মধ্যে কেনো আবার
এতো বিরোধ চলে।

নামের জাহির করতে ব্যস্ত
মতবিরোধ করে,
ধর্মের ফেতনা করে আজকে
যেন নিজের ঘরে।

আলেম জ্ঞানী কেউ কারোর তো
একটু নাহি ছাড়ে,
বেফাঁস কথার….কঠিন জবাব
চেপে বসে ঘাড়ে।

জ্ঞানের ঐক্যেয়..ভীষণ অমিল
আমরা সবে দেখি,
ধর্মের ফেতনা ছড়ায় আবার
তাদের থেকে শেখি।

নিজের জ্ঞানের করছে জাহির
অন্যের মাথা কেটে,
দাত-বিদআত এর কথার জবাব
যাচ্ছে আবার ফেটে।

ধর্মের ফেতনা ছড়ায় আজকে
করে বাড়াবাড়ি,
ঐক্যেয় আসতে কঠিন নারাজ
ক্যামনে দেবে পাড়ি।

আসবে জানি সত্যের সৈনিক
মুখোশ দেবে খুলে,
ভন্ড বাদের…….. মুন্ডু ছিঁড়তে
অসি নিবে তুলে।

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

মানুষের মাঝে মানুষ

মানুষের ভিড়ে হারিয়ে যাই প্রতিদিন, একেকটি মুখ, একেকটি গল্প, চোখের কোণে লুকানো ব্যথা, হাসির ফাঁকে চাপা দীর্ঘশ্বাস। আমি দেখি, তবু

তুমি

হেমন্তের বিকেল শেষে শীতে সকাল আসে, এভাবেই যাচ্ছে সময় তোমার প্রহর গুনে। কথার পিঠে কথা সাজিয়ে বাহানা করেছো হাজার, কি

স্মৃতিচারণ

স্মৃতিচারণ ✒ অনিন্দ্য সূত্রধর মনে পড়ে কি সেই ছোট্ট বেলার কথা? পাখির মতো ছিল তখন উড়ার স্বাধীনতা।। প্রাথমিকের জীবনের দিনগুলো

দু’ ফোঁটা বর্ষণ

""দু' ফোঁটা বর্ষণ"" "শহরতলীর বুকে ঝড়ে পড়া দু ' ফোঁটা বৃষ্টির এসিডময় ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে বায়নাগুলো। প্রেমশূন্য ভিটে - দমকা

Leave a Reply