0
ধর এমন একটি খবর পেলে কাল তোমার বিয়ে, তখন তুমি কি করবে? আনন্দে আত্মহারা হয়ে যাবে ; সারাক্ষণ শুধু নাচবে, গাইবে, হাসবে ; তোমাকে কেউ ডাক দিলেও তুমি সে ডাক শুনবেনা।
ধর সে খবরটি তুমি আজই পেলে তাহলে কি হবে? এখনই তোমার নাচ শুরু হবে।
এখন কথা হচ্ছে এমন একটি খবরের জন্য কেউ কি কাঁদে?
কাঁদে, পূর্ব আকাশের শুকতারা কাঁদে ; কেউ তাকে বিয়ের খবর দেয়না।এখন সে কি করবে? কান্নাকাটি শুরু করবে? কান্নাকাটি শুরু করে কি হবে? তার চেয়ে বিয়ে বিয়ে বলে চিৎকার করা ভাল।বিয়ে বিয়ে বলে চিৎকার করার পরও যদি কেউ বিয়ে না করে? তাহলে বিয়েকেই বিয়ে করে ফেলা ভাল।এমন একটি বিয়ে কি কারো কপালে আছে? না । তাহলে? বিয়ের মা’র কেন বিয়ে হয়েছিল- সেই বিয়ে ভেঙে যাক্।
0