বিশুদ্ধ আত্মা

0

‘যীশু খ্রিস্ট জন্মের আগে মায়ের পেটে ছিলেন! মায়ের পেটে থেকে কিছু খাননি, শুধু আল্লাহ আল্লাহ করেছেন! ‘ এরকম গল্প কি আমাদের মাঝে প্রচলিত আছে?  আছে। এইতো সেদিন একজন বলল, আমি খাট থেকে পড়ে যাচ্ছিলাম কিন্তু আল্লাহ এসে আমাকে রক্ষা করেছেন।আসলে আল্লাহ কি আমাদের রক্ষা করেন? যে যার সামর্থ্য অনুযায়ী পৃথিবী ভোগ করে; ( আমি একদিন বাজারে যাচ্ছিলাম, পথিমধ্যে দেখলাম আপেল মাত্র তিনটাকা দরে বিক্রি হচ্ছে। আমি সিদ্ধান্ত নিলাম আজ বেশি করে আপেল কিনব।কিন্তু বাজারে গিয়ে দেখলাম আপেলের দাম সেই আগের মতই আছে। তাহলে ঘটনা’ কি?  ঘটনা হল কোন একজন বিদেশ থেকে আপেল কিনে গরীবের মাঝে কম দামে বিক্রি করতে বলেছে।) তাহলে?  আমাদের সবার আগে আমাদের নিজের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। সেই বিশ্বাস কি৷ আমাদের আছে?  না ; তাইতো আমরা পথিমধ্যে প্রস্রাব করি,কাউকে গালাগাল দিতে চাড়িনা, কাউকে দেখলে বলি, তোর মায়ের সাথে আমার অনেক সাক্ষাৎ হবে। তাহলে? সবার আগে নিজের আত্মা পরিশুদ্ধ করতে হবে। সেই পরিশুদ্ধ করার উপায় কি?  তুমি যখন নদীর ধারে যাবে মাছ দেখলে বলবে, আমি মাছ হব। দেখবে মাছ শান্তি পাবে। সে তোমাকে দেখলে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবে। আসলে মাছ কি শান্তি পায়? সে তোমাকে দেখলে অযথা যে চিৎকার করত সেটা করবেনা। সেটা কি?  তুমি অযথা ঢিল ছুঁড়তে আর মাছ লাফিয়ে উঠত। তাহলে এভাবে যদি আমরা চলতে পারি তাহলে আমরা এক বিশুদ্ধ আত্মার অধিকারী হব।বিশুদ্ধ আত্মার অধিকারী হলে কি হবে? সখিনার মা যে তিনদিন তিনরাত না খেয়ে থেকেছিল আর কষ্ট পেয়েছিল সে কষ্ট আমাদের পেতে হবেনা।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান চাঁদপুর জেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি। বর্তমানে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত, (এখনও) অকৃতদার, পাবলিক ফিগার ।আমি এখানে মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

ডায়না- ৪

ডায়না একটি নাম ডায়না একটি গান ডায়না একটি সুর   ডায়না তোমাকে ছাড়া আমার কিছু ভাল লাগেনা।

দ্বিধা দ্বন্দ্বে দল

  এসো সবাই মাজার গুলো ভেঙ্গে গুড়িয়ে দেই, এই বঙ্গতে পীর আউলিয়া মাজারের ঠাই নেই। সুন্নত মেনে ফতোয়া দেয় মাজার

কবিতা বাঁচাও মোদের জীবন আফছানা খানম অথৈ

কবিতা বাঁচাও মোদের জীবন আফছানা খানম অথৈ বন্যা এলো ভয়ংকররুপে ডুবল ফেনী শহর, বাঁচার জন্য মানুষগুলো করলো শুধু হাহাকার। ঘর

হাতছানি দেয় মরণ

  বেশি কথা বলেন যিনি বাচাল তাকে বলে, সবার কাছে অতি প্রিয় মিতভাষী হলে। বেশি ভোজন দেহে শক্তি ওজন বৃদ্ধি

Leave a Reply