বিশুদ্ধ আত্মা

0

‘যীশু খ্রিস্ট জন্মের আগে মায়ের পেটে ছিলেন! মায়ের পেটে থেকে কিছু খাননি, শুধু আল্লাহ আল্লাহ করেছেন! ‘ এরকম গল্প কি আমাদের মাঝে প্রচলিত আছে?  আছে। এইতো সেদিন একজন বলল, আমি খাট থেকে পড়ে যাচ্ছিলাম কিন্তু আল্লাহ এসে আমাকে রক্ষা করেছেন।আসলে আল্লাহ কি আমাদের রক্ষা করেন? যে যার সামর্থ্য অনুযায়ী পৃথিবী ভোগ করে; ( আমি একদিন বাজারে যাচ্ছিলাম, পথিমধ্যে দেখলাম আপেল মাত্র তিনটাকা দরে বিক্রি হচ্ছে। আমি সিদ্ধান্ত নিলাম আজ বেশি করে আপেল কিনব।কিন্তু বাজারে গিয়ে দেখলাম আপেলের দাম সেই আগের মতই আছে। তাহলে ঘটনা’ কি?  ঘটনা হল কোন একজন বিদেশ থেকে আপেল কিনে গরীবের মাঝে কম দামে বিক্রি করতে বলেছে।) তাহলে?  আমাদের সবার আগে আমাদের নিজের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। সেই বিশ্বাস কি৷ আমাদের আছে?  না ; তাইতো আমরা পথিমধ্যে প্রস্রাব করি,কাউকে গালাগাল দিতে চাড়িনা, কাউকে দেখলে বলি, তোর মায়ের সাথে আমার অনেক সাক্ষাৎ হবে। তাহলে? সবার আগে নিজের আত্মা পরিশুদ্ধ করতে হবে। সেই পরিশুদ্ধ করার উপায় কি?  তুমি যখন নদীর ধারে যাবে মাছ দেখলে বলবে, আমি মাছ হব। দেখবে মাছ শান্তি পাবে। সে তোমাকে দেখলে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবে। আসলে মাছ কি শান্তি পায়? সে তোমাকে দেখলে অযথা যে চিৎকার করত সেটা করবেনা। সেটা কি?  তুমি অযথা ঢিল ছুঁড়তে আর মাছ লাফিয়ে উঠত। তাহলে এভাবে যদি আমরা চলতে পারি তাহলে আমরা এক বিশুদ্ধ আত্মার অধিকারী হব।বিশুদ্ধ আত্মার অধিকারী হলে কি হবে? সখিনার মা যে তিনদিন তিনরাত না খেয়ে থেকেছিল আর কষ্ট পেয়েছিল সে কষ্ট আমাদের পেতে হবেনা।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান বাংলাদেশের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি ।আমি এখানে মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।আমার ফেসবুক একাউন্ট এর নাম মোঃ আরিফ হোসেন ( সেখানে গিয়েও আমার কবিতা পড়তে পারেন)

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

মূল কাঠামো চাও

ন্যায়বিচারের শাসন নীতি মূল কাঠামো চাও, সত্যের বিধান ধারকগণের সুযোগ তবে দাও। বিধান মতে রাজ কায়েমে দিলে সবাই মত, জাতি

আক্রোশ গন্ধ

আক্রোশ গন্ধ মোঃ রুহুল আমিন বঙ্গ দেশেই ছিল একটা স্বৈরাচারী রাজা, জনের দিতো নির্মম ভাবে কঠিনতম সাজা। শিকল বেড়ি ডান্ডা

মাথায় ঢালে ময়লা

মানব জীবন অতি ছোটো কর্ম গুণটা বড়ো, সুবাস ছড়াও ভালো কর্মে তেমন জীবন গড়ো। কর্মের দোষে দেহের থেকে পঁচা গন্ধ

বিকল্প নাই

আযান শুনে নামাজ পড়ো মুসলিম তুমি ভাই। ইসলামী ওই শাসন নীতির বিকল্প যে নাই। প্রভুর প্রতি একিন তোমার ঈমানের ওই

Leave a Reply