লেখা

বিশ্বাসে বড় ভয়😔😔

0

বিশ্বাসে বড় ভয়
-রাফিয়া নূর পূর্বিতা
+++++————– 😒😒😒😒😒————++++

নিঃশ্বাসে বিষাক্ততার গন্ধ
দোলায়িত বিচ্ছিন্ন ছন্দ ,
শেষের কবিতা লিখনী মম
প্রশান্ত সুর দ্বন্দ ।✌️
বিদায়ী বেলা রচন করি
যদি ছেড়ে যাই পৃথ্বী ,😒
যদি ছেড়ে যাই বেদনা বাহুর
মিথ্যো পরিতৃপ্তি ।👍
আকাশ বড় বিষাদ ছাওয়া
ভীষণ কালো ঢাকা ,
রঙগু্লো সব হাওয়ায় হাওয়ায়
দোলন এত মানা ।😐
হারানো রঙের নৌকো যত
দিশায় মেলা ভার ,🙄
শ্রদ্ধায় যারা আমায় নত
একাকীই হব পার ।😒
কলমের রঙ নীল যে বড়
পাতাগুলো এলোমেলো ,
নীলের রঙ্গে নীলায়িত সাপ
দংশে ছলোছলো ।😒
দীর্ঘশ্বাস কারে কয় মন
শ্বাসে বড় কষ্ট😒
শ্বাস ছেড়ে তৃপ্ত বড়
অদৃষ্ট কত ধৃষ্ট !🤣

চপল চপল বৃষ্টি নামে বাগানে আলো রয়
ভালো থেকো তুমি পৃথিবীর রঙ ,বিশ্বাসে বড় ভয় ……।।🥺

কবিতার উৎস: আসলেই মন খারাপ করে লেখা।

Jatir onuvutita kototuko sporso korta parba Jani na.valo lagla to valoi .na lagla ki ar kora ak ghonta ghumanoi srayo.joy kobita,joy sahitto .joy lakhok pathok also.

Kano Jani Mona hy ai kothagulo onuvutir onivobta apnadar onakar kachai porichito .hoyto ar prokash ghota nirobotar chonda Takia Fala dirghossas

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

Rafia Noor Purbita(Tafshara purbita)

Author: Rafia Noor Purbita(Tafshara purbita)

Alhamdulillah kobitar por Abar golpar jogota Asta cholachi😊😊😊

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

মানুষের মাঝে মানুষ

মানুষের ভিড়ে হারিয়ে যাই প্রতিদিন, একেকটি মুখ, একেকটি গল্প, চোখের কোণে লুকানো ব্যথা, হাসির ফাঁকে চাপা দীর্ঘশ্বাস। আমি দেখি, তবু

তুমি

হেমন্তের বিকেল শেষে শীতে সকাল আসে, এভাবেই যাচ্ছে সময় তোমার প্রহর গুনে। কথার পিঠে কথা সাজিয়ে বাহানা করেছো হাজার, কি

স্মৃতিচারণ

স্মৃতিচারণ ✒ অনিন্দ্য সূত্রধর মনে পড়ে কি সেই ছোট্ট বেলার কথা? পাখির মতো ছিল তখন উড়ার স্বাধীনতা।। প্রাথমিকের জীবনের দিনগুলো

দু’ ফোঁটা বর্ষণ

""দু' ফোঁটা বর্ষণ"" "শহরতলীর বুকে ঝড়ে পড়া দু ' ফোঁটা বৃষ্টির এসিডময় ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে বায়নাগুলো। প্রেমশূন্য ভিটে - দমকা

One Reply to “বিশ্বাসে বড় ভয়😔😔”

Leave a Reply