0
আগুন গ্ৰাসে পুড়ছে আজি
ঢাকার বঙ্গবাজার,
সব হারিয়ে নিঃস্ব জীবন
বাড়ে মনোভার।
বহু কষ্টের…. সহায়সম্বল
এক নিমিষেই ছাই,
এমন ভাবে …পুড়ে গেলো
বলার ভাষা নাই।
অনেক কষ্টের সম্পদগুলো
পুড়ে ভস্মে আজ,
আকাশ ভেঙ্গে পড়লো যেন
হঠাৎ মাথায় বাজ।
কতই স্বপ্নের মরণ হলো
বিষাদ ভরা মন,
আগুন গ্ৰাসে বিনাশ করলো
গচ্ছিত ওই ধন।
আশার স্বপন দাফন হইলো
বাঁচার উপায় নেই,
খাবার আশে কাঁদছে সন্তান
ক্যামনে মুখে দেই।
আমীর থেকে ফকির হলাম
এক নিমিষে তাই,
খাবার যোগাড় করতে এখন
ওদের কাছে যাই।
সঠিক নিয়ম মেনেই হয়তো
দেইনি যাকাত ভাই,
করাল গ্রাসে বিলীন করলো
সম্পদগুলো তাই।
নিয়ম মেনেই দিলে যাকাত
ধ্বংস হবার নয়,
সব হারিয়ে আজকে শুধুই
মনটা জানি কয়।
আরো পড়ুন-
- 600 টাকার টাচ ঘড়ি
- কর পল্লব শব্দের অর্থ কি?
- মোবাইল ঘড়ির সুবিধা
- বাঙ্গালী ইউটিউব চ্যানেলের নাম সাজেশন
- কদম ফুল সমার্থক শব্দ
0