0
মহান প্রভুর অসীম দয়া
সঙ্গে রবে যার,
বরাত রাতে ভাগ্য বদলে
যাবে আজি তাঁর।
শবে বরাত উত্তম রাতে
ভাগ্য বদলে নাও,
প্রভুর কাছে দুহাত তোলে
পাপের ক্ষমা চাও।
বরাত হলো গুণাহ্ মাপের
শ্রেষ্ঠ একটা রাত,
প্রভুর কাছে ক্ষমা চাইতে
তোলো দুটি হাত।
তওবা করো পাপের জন্যে
পাবে ক্ষমা আজ,
প্রভুর কাছে ক্ষমা চাইতে
করোনা তো লাজ।
তওবা করে চাইলে বান্দা
করে দিবেন মাফ,
প্রভুর দয়ার রহম পেলেই
গুণাহ্ হইবে সাফ।
বরাত রাতে বান্দার শুধুই
দেখে পুণোর মান,
মহান প্রভু রাতের শেষেই
রিজিক করে দান।

0