0
ওহে অরুণ এগিয়ে যাও
দুর্বার গতি বেগে,
থাকবে কেনো ঘুমিয়ে আজ
ওঠো এবার জেগে।
কন্ঠের ধ্বনি দাও ছড়িয়ে
নব প্রভাত বার্তা,
মশাল হাতে গাইবি আজি
নতুন জীবন বর্তা।
পিয়াস ভীরুর পথিক যত
জীবন থাকতে মরে,
বীর সেনানী উষার দ্বারে
অসি হাতেই লড়ে।
আঁধার কেটে আনবে আলো
মশাল হাতে নিয়ে,
নব জয়ের উত্থান বিজয়
মাতাল উল্লাস দিয়ে।
ঘুমের নেশায় মাতাল সাজে
দেখি ভীরুর মেলা,
চলরে সামনে রক্তের স্রোতে
চল ভাসিয়ে ভেলা।
আনবে তবে—— নব প্রভাত
কঠিন বাঁধা ঢেঙে,
পায়ের শেকল বাঁধার প্রাচির্
ফেলরে আজি ভেঙে।
আরো পড়ুন-
- বাংলা সাহিত্যের পঞ্চপান্ডব
- স্যামন মাছ
- সয়া সসের উপকারিতা
- সৌরজগতের গ্রহগুলোর চিত্রসহ বর্ণনা
- ঘূর্ণিঝড়ের নামের তালিকা
0