ভাঙরে প্রাচির্

0

ওহে অরুণ এগিয়ে যাও
দুর্বার গতি বেগে,
থাকবে কেনো ঘুমিয়ে আজ
ওঠো এবার জেগে।

কন্ঠের ধ্বনি দাও ছড়িয়ে
নব প্রভাত বার্তা,
মশাল হাতে গাইবি আজি
নতুন জীবন বর্তা।

পিয়াস ভীরুর পথিক যত
জীবন থাকতে মরে,
বীর সেনানী উষার দ্বারে
অসি হাতেই লড়ে।

আঁধার কেটে আনবে আলো
মশাল হাতে নিয়ে,
নব জয়ের উত্থান বিজয়
মাতাল উল্লাস দিয়ে।

ঘুমের নেশায় মাতাল সাজে
দেখি ভীরুর মেলা,
চলরে সামনে রক্তের স্রোতে
চল ভাসিয়ে ভেলা।

আনবে তবে—— নব প্রভাত
কঠিন বাঁধা ঢেঙে,
পায়ের শেকল বাঁধার প্রাচির্‌
ফেলরে আজি ভেঙে।

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

তুমি

হেমন্তের বিকেল শেষে শীতে সকাল আসে, এভাবেই যাচ্ছে সময় তোমার প্রহর গুনে। কথার পিঠে কথা সাজিয়ে বাহানা করেছো হাজার, কি

স্মৃতিচারণ

স্মৃতিচারণ ✒ অনিন্দ্য সূত্রধর মনে পড়ে কি সেই ছোট্ট বেলার কথা? পাখির মতো ছিল তখন উড়ার স্বাধীনতা।। প্রাথমিকের জীবনের দিনগুলো

দু’ ফোঁটা বর্ষণ

""দু' ফোঁটা বর্ষণ"" "শহরতলীর বুকে ঝড়ে পড়া দু ' ফোঁটা বৃষ্টির এসিডময় ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে বায়নাগুলো। প্রেমশূন্য ভিটে - দমকা

কবিতা জাতীয় ইলিশ আফছানা খানম অথৈ

কবিতা জাতীয় ইলিশ আফছানা খানম অথৈ সোনার বাংলার জাতীয় ইলিশ যাচ্ছে ভারতে, বাংলার মানুষ পাচ্ছে না খেতে দাম বেড়ে যাওয়াতে।

Leave a Reply