ভাবনার প্রিয় কবি

0

ভাবনা’র প্রিয় কবি
****************হাবিবুল ইসলাম

কবি মোঃ রুহুল আমিন একজন বিশিষ্ট কবি ব্যক্তিত্ব। সৃজনশীল লেখা লেখির মাধ্যমে ফেসবুক জগতে তিনি বেশ পরিচিতি। আমরা ফেসবুকের পেজে চোখ রেখে তার লেখা সৃজনশীল কবিতাগুলো পড়ার সুযোগ পাই।তিনি তার টাইম লাইনে নিজের লেখা গুলো পোস্ট করে বিশেষ শ্রেণীর পাঠক তৈরি করতে সক্ষম হয়েছেন। আমি নিজেও একজন তার কবিতার নিয়মিত পাঠক। তিনি তার কবিতায় সমাজের বিভিন্ন দিক তুলে ধরেন।সামাজিক দায়বদ্ধতা থেকে তিনি তার লেখায় নানান সামাজিক সমস্যার প্রতি অলোকপাত করে থাকেন। পাশাপাশি তিনি
তার কবিতায় শব্দচয়ন ও ভাষার ব্যবহারের ব্যাপারে খুব যত্নশীল। তার কবিতায় প্রাঞ্জল ভাষার ব্যবহার প্রশংসার দাবি রাখে। আজকের দিনে যখন
কিছু অসুস্থ মানসিকতার লোক বাংলা ভাষাকে দূষিত করে চলেছে ঠিক তখনই তার মতো গুণী কবিগণ সুস্থ ধারার কাব্য চর্চা করে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করে চলেছেন।এটা বাংলা সাহিত্যের জন্য সত্যিই স্বস্তির ব্যাপার।
তার লেখা “ক্ষুধার জ্বালা” “মানব সেবা” “নদীর বুকে” বিশেষ ভাবে উল্লেখ যোগ্য।
তিনি ফেসবুকের বেশ কিছু সাহিত্য গ্রুপের সাথেও যুক্ত।বিভিন্ন সময়ে এসব সাহিত্য গ্রুপ গুলো হতে কবি একাধিক সম্মানে সম্মানিতও হয়েছেন।যে কয়জন কবি সাহিত্যিকদের প্রচেষ্টায় বাংলা সাহিত্য ফেসবুকে বেশ জনপ্রিয় হয়ে উঠছে তার মধ্যে তিনি অন্যতম। তাই এই সৃজনশীল কাজের জন্য কবিকে আমরা সম্মান জানাই।
আমরা গর্বিত ও ভীষণ আনন্দিত যে কবিকে আমরা আমাদের ভাবনা সাহিত্য পরিবারের একজন সম্মানিত সদস্য হিসেবে পেয়েছি।
ভাবনা পরিবারের পক্ষ থেকে আমি কবিকে সশ্রদ্ধ সম্মান জানাই।
আমরা উনার দীর্ঘায়ু কামনা করি।ভালো থাকুন সুস্থ থাকুন কবি।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

আগষ্টের ওই পাঁচ

  বিজয় পেতে ঝরে গেলো অযুত তাজা প্রাণ, বিনিময়ে —পেলো জাতি স্বাধীনতার মান। ৭১’এর বিজয় এনে দিলো একটা স্বাধীন দেশ,

গোলামির দিন শেষ

আমরা সবাই দেশের জন্য ঐক্যবদ্ধ রবো, দেশের ভূমি রক্ষা করতে শহীদ মোরা হবো। বাঁচার মতো বাঁচতে মোরা স্বাধীন করি দেশ,

অস্থির বায়ু

ভারত যদি উল্টো পাল্টা করে একটা শব্দ, নোবেল জয়ী দেশ শাসকের হাতেই হবে জব্দ। বহু বছর দেয় নি জবাব ধরেছি

দেশ ভাগের পর

ভারত কর্তা ফন্দি আঁটে দেশ ভাগের আগ, বঙ্গ দেশটা দুই ভাগেতে করে দিলো ভাগ। সুযোগ পেয়ে সবি নিলো দেশ ভাগের

Leave a Reply