0
ধর তোমারও কেহ নেই আমারও কেহ নেই, আমরা সারাক্ষণ শুধু ভাবছি আমাদের কেহ নেই কেন; তখন ভালবাসা জমে উঠবে? না একটুও জমে উঠবেনা,সবাই ভাববে এরা শুধু ভাবে কে আছে কে নেই। তাহলে? আমাদের সারাক্ষণ শুধু ভালবাসা নিয়ে ভাবতে হবে। এসো কিছুক্ষণ ভাবি: প্রেম তুমি ঈশ্বর, তুমি অভিনব, তুমি কিছুক্ষণ আমাদের দ্বারে এসে বসে থাক, যদি না আস তোমাকে জুতাপেটা বলব।
প্রেম কি আসবে? অবশ্যই আসবে তানাহলে আমরা কিসের ভালবাসাবাসি।এই ভালবাসার স্থায়ীত্ব কতক্ষণ? অনন্তকাল কারন আমরা মনে হয় জন্মেইছিলাম শুধু ভালবাসার জন্যে।

0