0
“যদি বলি ফুল সুন্দর তাহলে কি ভুল হবে? না ভুল হবেনা, ফুল আসলেই সুন্দর।” ” তাহলে সবচেয়ে সুন্দর কি? তোমার চোখের চাহনি ।” “তুমি কি সে চাহনি আমাকে দেবে, না দিলে আমি এখনই মরে যাব?” “ধর নাও, আমার চোখের চাহনি নাও।” “তুমি আমাকে একটি মরন থেকে রক্ষা করলে।” “এবার বল, তুমি এর বিনিময়’ কি চাও?” “আমি চাই রোডআইল্যান্ডের রাফলেসিয়া।” “তোমাকে আজই রোড আইল্যান্ডের রাফলেসিয়া দেওয়া হবে।” “এবার বল, আর কিছু লাগবে কিনা।” “তোমার ঐ হাতের কব্জিটা দিয়ে দিয়ো।”আচ্ছা, তোমাকে হাতের কব্জিটা দিয়ে দেব।”
“এবার বল, এই যে এত ভালবাসা তার মূল্য কত?” “এর মূল্য ঠিক এক হাজার রূপি।” “ধর নাও এক হাজার রূপি নাও।”
আরো পড়ুন-
- নিজের লেখা গল্প
- বিজ্ঞাপনের স্ক্রিপ্ট লেখার নিয়ম
- পরিসংখ্যানে তথ্য ও উপাত্ত কাকে বলে
- আটা ও ময়দার মধ্যে পার্থক্য
- যমজ মৌলিক সংখ্যা কাকে বলে
0
ভালো লিখেছেন
ধন্যবাদ। ভাল থাকুন।