0
তোমাকে চেয়েছি বলেইতো তোমাকে পেয়েছি। তোমাকে যদি না চাইতাম তাহলে কি পাইতাম? কখনও পাইতামনা।তাইতো তোমাকে বেশি বেশি চাইতে হবে। কবে তুমি আমার সবচেয়ে বেশি আপন হবে? যেদিন তুমি আমার সবচেয়ে বেশি আপন হবে সেদিন বলব তুমি আমার সত্যিকারের আপন হয়েছ।এমন একটি দিন কি আসবে? এমন একটি দিন যেন খুব তাড়াতাড়ি আসে।
এমন একটি দিন আসবে বলেই কি মায়া হাজারিকা কেঁদেছিল? এমন একটি দিন আসবে বলেই কি গুনবতি বিবি কেঁদেছিল? আজ আর তারা কাঁদেনা; তারা বলে সেদিন তো এসেছে আমরা কেন কাঁদব? আমার কান্নার শেষ হবে কবে?
যেদিন আমার কান্নার শেষ হবে সেদিন বেহেশ্তি হুরেরা দল বেঁধে বেঁধে পৃথিবীতে প্রবেশ করবে, আর বলবে, এতদিনে আমাদের আনন্দের দিন এসেছে।
সেই আনন্দের রেশ্ কতজনের গায়ে মাখা আছে জানিনা।যদি কারো গায়ে মাখা থাকে আমাকে বল; আমি তার গা শুকে দেখব।
আরো পড়ুন-
- নিজের লেখা গল্প
- বিজ্ঞাপনের স্ক্রিপ্ট লেখার নিয়ম
- পরিসংখ্যানে তথ্য ও উপাত্ত কাকে বলে
- আটা ও ময়দার মধ্যে পার্থক্য
- যমজ মৌলিক সংখ্যা কাকে বলে

0