ভালবাসার মানুষকে ভালবাসার মজাই আলাদা। অথচ আমার ভালবাসার মানুষ আমাকে ভালবাসেনা। একদিন বললাম, এই তুমি আমাকে ভালবাসনা কেন? বলল, তুমি আমাকে ভালবাসনা! বললাম, কে বলেছে আমি তোমাকে ভালবাসিনা? বলল, এই যে দূরে দাঁড়িয়ে আছ। গেলাম কাছে। বলল, কাছে আসলে হবেনা, তোমাকে ভালবাসার পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বললাম, সেটা কেমন? বলল, তোমাকে আগুনে ঝাঁপ দিতে হবে। বললাম, আগুনে ঝাঁপ দিলে তো আমি মরে যাব।বলল, তারপরও ঝাঁপ দিতে হবে। নিলাম প্রস্তুতি। ঝাঁপ দেব এমন সময় এক লোক এসে বলে, এই তুই আগুনে ঝাঁপ দিচ্ছিস কেন? বললাম, আমার ভালবাসার মানুষের জন্য। বলল, মানে? বললাম, সে বলেছে আগুনে ঝাঁপ না দিলে নাকি ভালবাসা পরিপূর্ণ হয়না। বলল, সে তো মিথ্যে বলেছে। বললাম, কেমন? বলল, সে তোর মন পরীক্ষা করতে চেয়েছে। বললাম, আমি যদি এখন ঝাঁপ দিতাম! বলল, সে জন্যইতো সে আমাকে পাঠিয়েছে যাতে তুই ঝাঁপ না দেস্।এখন সে আমাকে অনেক বেশি ভালবাসে আমিও তাকে……………।
