ভালবাসার পাঠঘর ( ছোট গল্প)

0

ঘন কালো মেঘে ছেয়ে গেছে ঢাকা, কেউ বাইরে বেরোতে পারছেনা, বাইরে শুধু বৃষ্টি আর বৃষ্টি, এমন অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে যে কারো বাইরে বেরোনোর শক্তি নেই। এমন সময় দুটি মেয়ে তরতর করে হেঁটে যাচ্ছে। একজন আরেকজনকে বলে তুমি আমাকে ভালবাস? অপরজন বলে, তুমি আমাকে ভালবাস?  দুইওজনের মুখে পজিটিভ উত্তর শোভা পায় । এখন একজন আরেকজনকে বলে, তোমার ভালবাসা দিয়ে কি হবে, আমার চাই একজন ছেলের ভালবাসা ;অপরজনও মুখ নাড়ে।

দুইওজন বেরিয়ে পড়ে ছেলের খোঁজে। কিন্তু কোথাও কোন ছেলে পাওয়া যায়না। শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিল কঞ্চি বাঁশের মাচার উপর বসে থাকবে যদি কোন ছেলে আসে। কিন্তু কোন ছেলে আসেনা।এভাবে দিন পেরিয়ে রাত চলে যায়।পরের দিন তারা ভাবে, আমাদের যদি কেউ কোন ক্ষতি করত।একজন হেসে বলে, ক্ষতি করলে আমি তাকে আমার প্রেম উপহার দিতাম নিশ্চয়ই তার মন গলে যেত কারন, পুরুষ মানুষের কাছে নারীর চেয়ে বড় কি কোন চাওয়া থাকতে পারে! আরেকজন হেসে বলে, তুই ঠিক বলেছিস আমিও তাই করতাম আমি যে অনেক আগেই তা ভেবে রেখেছি। এইভাবে তাদের দিন চলে যায়।

তারপর হঠাৎ একদিন আবার তারা বের হয়।এবার ভাবে যদি কেউ তাদের ভাল না বাসে তাহলে তাদের বাঁশের কঞ্চি উপহার দেবে যে বাঁশের কঞ্চিতে তারা একদিন বসে ছিল।কারন, সেদিনের বসা তাদের বৃথা গেছে, সেই বাঁশের কঞ্চি দিয়ে যদি তাদের মারে তাহলে তাদের সেদিনের না পাওয়ার ব্যথা ভুলে যাবে। এইভাবে চলতে হঠাৎ দেখে একটি ছেলে বাগান থেকে ফুল পাড়ছে। তারা বলল, বাগান থেকে ফুল পেড়ে লাভ কি, তার চেয়ে তুমি বরং আমাদের ভালবাস আমরা ফুলের চেয়েও সুন্দর। ছেলেটি বলে, না,না তোমরা ফুলের চেয়ে সুন্দর নয়, ফুল হল আল্লাহর বিশেষ সৃষ্টি। তারা বলে, তুমি ভুল বলছ আমাদের চেয়ে সুন্দর আর কিছু নয়।ছেলটি বলে, কিভাবে?  বলে, তুমি কোরআন, বাইবেল গেঁটে দেখ দেখবে ফুল সৃষ্টির আগে আমাদের সৃষ্টি করা হয়েছে। ছেলেট কিছুক্ষণ ভাবে। এবার সে বলে, তেমরা ঠিকই বলেছ, তোমাদের সৃষ্টি করা না হলে কি ফুল সৃষ্টি হত।তারা বলে, এতক্ষণে তুমি সঠিক ভেবেছি, এবার বল আমাদের কি দেবে?  ছেলটি বলে, ফুলই দেব তবে সে ফুল অনেক সুন্দর হতে হবে। মেয়েরা বলে ফুল আমরা কোথায় পাব? ছেলেটি বলে, ঐ যে দেখ ভিন দেশ সেখানে এমন একটি ফুল আছে যার কেন তুলনা নেই, তোমরা যদি সে ফুলটি এনে দিতে পার আমি তোমাদের দেব।মেয়ে দুটি অনেক পরিশ্রম করে  রাতদিন খেটে সেই ভিন দেশে গিয়ে তাকে সে ফুলটি এনে দেয়, তখন ছেলেটি তাদের উপহার স্বরূপ সেটি  দেয়।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান চাঁদপুর জেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি। বর্তমানে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত, (এখনও) অকৃতদার, পাবলিক ফিগার ।আমি এখানে মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

সুপুরুষ ও কাপুরুষ

ছেলেবেলায় ভালো পড়াশোনায় ছিলো সুমন। তাই এমনিতেই মহিলা মহলের প্রিয় ছিলো সমুন। কিন্তু আজকাল , সুমন পাড়ায় জিমে ঘাম ঝরাচ্ছে।

আমায় দুঃখ দাও আমায় কষ্ট দাও

তুমি আমার সাথে মিথ্যা ভালোবাসার খেলা খেলছ। জানি আমি, এতে তুমি আনন্দে আছ, তবু আমি তোমায় কিছুই বলি না। কারণ

উদঘাটন

উদঘাটন      ❝সেদিনের পর থেকে আজও চিন্তিত থাকে সুকান্ত। সে কোনোদিনও সেই স্মৃতি ভুলতে পারবেনা❞ রহস্য আর রহস্যময় মানুষ

Leave a Reply