0
আমার কেবলই মনে হয় তুমি আমার নয়। অথচ তুমি বলছ, আমার। তুমি এমন মিথ্যে …. বলছ কেন? তুমি আর কখনও এমন মিথ্যে বোলোনা।কারন, তাহলে যে আমি অন্তরে আঘাত পাব।তুমি শুধু বোলো, তুমি আমার না হয়ে কি থাকতে পার; তাহলেই আমি সান্ত্বনা পাব।
কে কাকে ভালবেসেছে জানিনা।তবে হরিহরণ কবিতাকে ভালবেসেছে। সে আজ তার জন্য মরতে রাজি। আমি ভালবেসেছি তোমাকে। অথচ তুমি আমাকে ভালবাসলেনা। এ ভালবাসার মর্ম কি হবে?
তুমি যদি মৃত কুকুরকে লাফাতে দেখ তাহলে তোমার কি মনে হবে? এ কামড় দিবে।আজ আমাকে কামড় দিল একজন একে কি মৃত কুকুর বলব?
0
তুমি যদি মৃত কুকুরকে লাফাতে দেখ তাহলে তোমার কি মনে হবে? এ কামড় দিবে।আজ আমাকে কামড় দিল একজন একে কি মৃত কুকুর বলব?
ভালো লাগছে কথাটা