0
ধর ঘরের মধ্যে কেউ নেই, তুমি আসলে তখন আমি কি বলব? এই বস।তুমি বললে, বসবনা।বললাম, কেন? বললে, এখন বসলে লোকে মন্দ বলবে।আমি বললাম, লোকে যা ইচ্ছা তা বলুক তুমি বস।তুমি বসলেঃ আমাদের মধ্যে কথা, বার্তা, ‘যা ইচ্ছা তা’ বিনিময় হল।কিন্তু লোকে যেকোন ভাবেই হোক জেনে ফেলল।তখন তুমি বললে, এখন আমি কি করব? আমি তখন কি বলতাম? বলতাম, লোকে না জানলে কি ভালবাসার কোন মূল্য থাকে!
আজ আমাদের তেমন একটি দিন, তুমি আমাকে কি দেবে বল।

0