0
ভালবাসলে কি পাওয়া যায়? পাওয়া যায় লাল গোলাপ ফুল। সেই লাল গোলাপ ফুল কি তুমি আমায় দিয়েছ? না, দাওনি। তার মানে? তুমি আমাকে ভালবাসনা। তুমি আমাকে এমন ভালবাসা কেন দিলে যে ভালবাসায় কোন ভালবাসা নেই? এখন থেকে সেই ভালবাসা দিয়ো যেই ভালবাসা শুধু ভালবাসায় ভরপুর।এমন ভালবাসা পাওয়া যায় বাগদাদে, এথেন্সে, অযোধ্যায়, সাইপ্রাস এর রাস্তার মোড়ে মোড়ে। প্রয়োজনে ওইসব জায়গা থেকে এনে সেই ভালবাসা দিয়ো। সেই ভালবাসা না পেলে যে আমি মরে যাব। এমনভাবে মরব কোনদিন বাঁচাতে পারবেনা।
সেই ভালবাসা ছাড়া কেউ কোনদিন বেঁচেছিল কিনা জানিনা।তবে একজন বেঁচেছে, নাম লাল কৃষ্ণমূর্তি দে।তার বাঁচা আসলে কোন বাঁচা ছিল কিনা এটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে।

0