ভালবাসা নামের মরিচিকা ফুল

0

তুমি হাস, খাও, ঘুমাও: তোমার সবকিছু ঠিকঠাক চলতেছে। অথচ আমি কিছুই করতে পারিনা।তাহল তুমি আমাকে  কি ভালবাস?  তুমি যতই বল ভালবাস আসলে বাসনা।এ তোমার অভিনয়, ছলনা। হয়তো তুমি অন্য কোন একজনের প্রেমে পাগল যা তুমি নিজেও জাননা, বা জানলেও বলছনা।পৃথিবীতে ভালবাসা এমনি এমনি হয়না, যে যাকে ভালবাসে তার জন্য পাগল থাকে অথচ তোমার একটুও আগ্রহ নেই।তাহলে?  সব ছলনা। তুমি এমন ছলনা কেন করলে যা ছলনা’ও ছাড়িয়ে যায়!

তুমি যে এমন করবে তা আমি আগেই জানতাম তাইতো আমি দূরে ছিলাম, বহু’ দূরে। এই পৃথিবীতে কেউ কারো নয় সে কথা তুমি প্রমাণ করলে।প্রমাণ করবে ঠিক আছে, তাই বলে কি এমন করে যা কুকুর’ও হার মানায়।আমার সাথে করেছ ঠিক আছে আর কারো সাথে কোরোনা; ভালবেসে কেউ মরতে চায়না, ভালবাসা এক অমূল্য সম্পদ এ কথা মনে রেখো,যে জন ভালবাসে সে শুধু ভালই বাসে আদার্স কিছু করেনা; ভালবাসা’ রেসপেক্ট করতে শিখ, তানাহলে তোমার মৃত্যু হবে, কঠিন মৃত্যু, যা তুমি জীবনেও দেখনি।

 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান বাংলাদেশের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি ।আমি মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।আমার ফেসবুক একাউন্ট এর নাম মোঃ আরিফ হোসেন ( সেখানে গিয়েও আমার কবিতা পড়তে পারেন)

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

Chess:The board set up

Characters name: অনন্য (age 16) চঞ্চল (অনন্য র চাচা & মোসারফ র ভাই) মোসারফ করিম(অনন্য's father) রোহান(age 18) Story: কাহিনি

মৃত্যুঞ্জয়ী

কবির কাব্য সোচ্চার ছিল পেতে স্বাধীন ভাষা, মায়ের ভাষা সম্মান দিবে প্রাণে ছিলো আশা। একুশের ওই ভাষার জন্যে কলম উঠে

তরুণ যুবার দল

শহর গাঁয়ে জনের মুখে জয়ধ্বনি যে আজ, দেশের ভারটা তরুণ নিবে পরবে মাথায় তাজ। সুস্থ সুন্দর দেশটা পেতে তোমরা সবে

রোজা জান্নাত সন্ধি

রোজার মাসে মুমিনগণে রাখে তিরিশ রোজা, ঈমান আমল মজবুত করে হবে সরল সোজা। রোজার সাথে ক্ষুধার মন্দা আন্দাজ যেন করে,

Leave a Reply