0
কে বলেছে ভালবাসা নেই? ভালবাসা আছে মাছে, ভালবাসা আছে গাছে, ভালবাসা আছে সিংহ রানীর পাশে। এবার বল সে ভালবাসা আমাকে কেউ বেসেছিল কি? না,….। তাইতো আমি ভালবাসিনি।………. বাসবে কি? হ্যাঁ, বাসবে।তাইতো মনের মত ভালবাসি; বলি, এ ভালবাসা সে ভালবাসা যে ভালবাসার কোন শেষ নেই।
কেউ যদি আমাকে বলে তুমি কোথায় যাও? আমি বলি, শাপলার হাটে। সেখানে নাকি…….. ভালবাসা কিনতে পাওয়া। আমি তা’ একদিন ব্যাগ ভরে আনার চিন্তা করছি।
0