0
জানি তুমি এখনও ঘুম থেকে উঠনি।এখনই ঘুম থেকে উঠলে তুমি কি করতে? হাত মুখ ধুতে, পায়ের মোজা পরিস্কার করতে, থালা বাসনে কিছুটা চোখ বুলাতে, জোড়পুকুুর পাড়ে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে, তোমার টবের গোলাপটিকে কাছে ডেকে বলতে, তোমার কিছু লাগবে কিনা।
আমি সিদ্ধান্ত নিয়েছি আমি সে সব করে ছাড়ব।কারন, তোমার অকরা কাজগুলো আমার না করলে কি হয়?
তুমি এখন থেকে রাত দশটা বাজে ঘুমাতে যাবে কিনা সে কথাও আমাকে বোলো রেখো, আমি সেটাও করে ছাড়ব।
তোমাকে এত বেশি ভালবাসত কে? যদি কেউ থাকে যে তোমাকে…. বেশি ভালবাসত তাকে বোলো তোমাকে আর তার ভালবাসার দরকার নেই, এমন একজন আছে যে তোমাকে তার চেয়েও বেশি ভালবাসায় ভরে দিবে।
0
চমৎকার লেখা