0
পথের ধারে ফুল ফোটে, পথের ধারে চাঁদ ওঠে, পথের ধারে পাখি গায়, পথের ধারে নদী বয়ে যায়। অথচ আমি সেই পথের ধারে যাইনা। যাইনা কেন? একজন আমাকে ভালবাসি বলবে বলেও ভালবাসেনি। তাহলে আমাকে কি করতে হবে? তাকে প্রপার শাস্তি দিয়ে পথের ধারে যেতে হবে। কিন্তু তাকে আমি কবে শাস্তি দেব? তাকে যে শাস্তি দেওয়া আমার পক্ষে সম্ভব না। তাহলে আমার পথের ধারে যাওয়া হবেনা? না, হলে না হোক তাকে আমি শাস্তি দিতে পারবনা।কেন? “সে যে আমার ভালবাসা; ভালবাসা’ কি শাস্তি দেওয়া যায়?”
আরো পড়ুন-
- প্রবন্ধ লেখার নিয়ম
- অনলাইনে কেনাকাটার সুবিধা
- সয়া সসের উপকারিতা
- মালাউন শব্দের অর্থ কি?
- ইলেকট্রিক ওভেন ব্যবহারের নিয়ম
0