0
ধর একদিন কোন ফুল ফুটলনা, তখন কি হবে? তুমি শুধু কাঁদবে।কেঁদে কেঁদে বলবে, যে আমাকে ভালবাসত সে আমাকে ভালবাসেনা।আসলে ঘটনা’ কি তাই? ঘটনা’ তা নয়।ঘটনাটা হল তুমি মূল ঘটনা বুঝতে অপারগ হয়েছ।তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে এখন থেকে সবকিছুর উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। তোমাকে দেখতে হবে কে কি করেঃ কেউ যদি ফুল দেখলে হাসে তোমাকেও ফুল দেখলে হাসতে হবে, কেউ যদি মড়া দেখলে কাঁদে তোমাকেও মড়া দেখলে কাঁদতে হবে।
তাহলে?
‘তুমি এখন থেকেই এগুলো শুরু করে দাও।’
0
অসাধারণ