0
এই সেই নদী যেখানে তুমি আমি সাঁতার কাটতাম।একদিন আমি ডুবে যাচ্ছিলাম, তুমি আমাকে টেনে তুললে, তুমি বললে,তুমি যদি ডুবে যাও আমি বাঁচব কি করে! । সেই থেকে আমাদের ভালবাসা। আজ আবার সেই ভালবাসা ফিরে এল।আজ আবার ডুবে যেতে ইচ্ছে করছে। আজ ডুব দিলে আমি তোমাকে টেনে তুলতে পারবনা। কেন? আজ আমার সেই শক্তি নেই। তাহলে আজ আমি তোমাকে শক্তি দেব তুমি আমাকে টেনে তোল।দাও ডুব দাও। এই যে টেনে তুললাম। এতক্ষণে ভালবাসা পরিপূর্ণতা পেল।

0