0
কিসের জন্য এ দুনিয়া?
গানের জন্য।
সে গান আমাকে কে শুনিয়েছে?
অনামিকা।
সেই অনামিকা’ আমি ভালবাসি?
হ্যাঁ, বাসি।
তাইতো আমি ভালবাসি।
এবার বল তুমি আমাকে ভালবাসবে কিনা।
অবশ্যই বাসবে ; কারন, আমার ভালবাসা ছাড়া যে তোমার ভালবাসা ভালবাসা থাকবেনা।
0