0
এত যে তোমায় ভালবাসি তার কারন কি?
তোমার চোখের চাহনি।
সে চোখ দিয়ে তুমি আমাকে দেখ আর বল, ভালবাসি।
আমি সারাক্ষণ সে চোখের অপেক্ষায় থাকি আর ভাবি তুমি আমাকে কবে সবচেয়ে সুন্দর ভালবাসা’ জানাবে।
তুমি যদি আমাকে সে ভালবাসা আগামী শুক্রবার জানাও তাহলে অনেক ভাল হয়। কারন, আগামী শুক্রবার আমি একজনকে ভালবেসে মরে গিয়েছিলাম।
0