0
আগেও ভালবাসা ছিল, আজও ভালবাসা আছে ; ভালবাসা ছাড়া কিছুই ভাল লাগেনা।
আমাকে সবচেয়ে সুন্দর ভালবাসা জানিয়েছিল কবিতা।
কবিতাকে আমি অনেক ভালবাসি।
কবিতাকে বলেছি, আবার একদিন আসতে।
আবার যদি সে আসে আমি তাকে একটি গোলাপ ফুল উপহার দেব।
সেইদিন যেন না আসে যেইদিন ভালবাসা বলে কোন কিছুর অস্তিত্ব নেই।
0